নিজস্ব প্রতিবেদন:   ভারতে ফিরতে চলেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আলেজান্দ্রো! আইএসএল-এর দল নর্থ ইস্ট ইউনাইটেডের চিফ কোচ হিসাবে দেখা যেতে পারে মোরিনহোর প্রাক্তনী সহকারীকে। আলেজান্দ্রোর সঙ্গে ভারতে ফিরতে পারেন লাল-হলুদে তাঁর সহকারি হিসেবে কাজ করা কোকো। স্প্যানিশ ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদারকেও ইস্টবেঙ্গল থেকে নর্থ ইস্টে নিয়ে যেতে মরিয়া আলেজান্দ্রো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সূত্রের খবর স্প্যানিশ কোচের সঙ্গে কথা অনেক দূর এগিয়েছে আইএসএল এর দলটির। সব ঠিকঠাক চললে জুন মাসে নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ হিসেবে আলেসান্দ্রোর নাম ঘোষণা করে দিতে পারে আইএসএল দলটি। জানুয়ারি মাসে আই লিগের ডার্বিতে মোহনবাগানের কাছে হারের পর ইস্টবেঙ্গল কোচের দায়িত্ব ছেড়েছিলেন আলেজান্দ্রো। ফিরে গিয়েছেন স্পেনে। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে আইএসএলে ফিরতে চলেছেন আলেজান্দ্রো। শুধু পুরনো সাপোর্ট স্টাফরাই নন, ইস্টবেঙ্গলের বেশ কয়েকজন ফুটবলারের ওপরেও নজর রয়েছে আলেজান্দ্রোর। ডিকা, হুয়ান মেরার মতো ফুটবলারও যোগ দিতে পারেন নর্থ ইস্ট ইউনাইটেডে।



আরও পড়ুন - অসুস্থ মা'কে দেখতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হল প্রাক্তন জাতীয় ফুটবলার মেহরাজউদ্দিনকে