নিজস্ব প্রতিনিধি: ইউরো কাপের আগে নিজেদের গা ঘামানোর ম্যাচে বুলগেরিয়ার বিরুদ্ধে নেমেছিল ফ্রান্স। ঘরের মাঠ স্তাদে দে ফ্রান্সে বিশ্বচ্যাম্পিয়নরা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বুলগেরিয়াকে। ম্যাচের প্রথমার্ধে অসাধারণ গোল করে দলকে এগিয়ে দেন আঁতোয়া গ্রিজম্যান (Antoine Griezmann)। দ্বিতীয়ার্ধে অলিভার জিরুদের (Oliver Giroud) জোড়া গোলে ফ্রান্স ইউরো মহড়ায় নিজেদের ঝালিয়ে নেয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন জিরুদ দেশের হয়ে ৪৫ ও ৪৬ নম্বর গোলটি করে ফেলেন। আর পাঁচ গোল করলেই তিনি থিয়েরি অঁরিকে (Thierry Henry) স্পর্শ করবেন। ফ্রান্সের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অঁরি। তাঁর ঝুলিতে রয়েছে ৫১টি গোল। জিরুদের কাছে এই ইউরোতেই সুযোগ থাকছে অঁরিকে স্পর্শ করার ও টপকে যাওয়ার। আর হাফ ডজন গোল পেলেই চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকা ফ্রান্সের হয়ে ইতিহাস লিখে ফেলবেন।


আরও পড়ুন: Euro 2020: ম্যাচের আগে পেলেন 'গার্ড অফ অনার', দেশের হয়ে অনন্য ইতিহাস লিখলেন Manuel Neuer


ফ্রান্সের দুরন্ত পারফরম্যান্স একদিকে যেমন স্বস্তি দিচ্ছে কোচ দিদিয়ের দেশঁকে, তেমনই তাঁকে চিন্তায় রাখছে করিম বেঞ্জেমার (Karim Benzema) চোট। ৬ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করে ইউরোতে দুর্দান্ত কিছুই করতে চেয়েছিলেন বেঞ্জেমা (Didier Deschamps)। কিন্তু রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা ইউরোর শুরুর দোরগোড়ায় চোট পেয়ে গেলেন। বুলগেরিয়ার ডিফেন্ডার ইভান টুরিটসভের সঙ্গে চ্যালেঞ্জে গিয়ে হাঁটুতে আঘাত পান বেঞ্জেমা। ম্যাচের ৪১ মিনিটে সাপোর্ট স্টাফদের কাঁধে হাত দিয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন ৩৩ বছরের ফুটবলার। তাঁর পরিবর্তে জিরুদকে নামান কোচ। 


ম্যাচের পর দেশঁ বেঞ্জেমার চোট নিয়ে বলছেন, "বেঞ্জেমা হাঁটুর ওপরের পেশিতে বেশ ভালই ধাক্কা লেগেছে। ওর জন্য খেলাটা কষ্টকর হয়ে যাচ্ছিল। তাই আমরা ওকে তুলে নিই। কোনও ঝুঁকি নিতে চাইনি। মেডিক্যাল স্টাফেরা বেঞ্জেমার সঙ্গেই রয়েছে।" তবে একাধিক মিডিয়ার রিপোর্ট যে, বেঞ্জেমার চোট ততটা গুরুতর নয়। ইউরোতে তাঁকে দেখা যাবে বলেই আশা করা হচ্ছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)