জয় দিয়ে ইউরো অভিযান শুরু করল ফ্রান্স
জয় দিয়ে ইউরো অভিযান শুরু করল ফ্রান্স। হাড্ডাহাড্ডি ম্যাচে রোমানিয়াকে দুই-এক গোলে হারিয়ে দিল দিদিয়ের দেঁশর। জয়ের পাশাপাশি নতুন নায়ক পেয়ে গেল জিদানের দেশ। উননব্বই মিনিটে স্বপ্নের গোল করে উদ্বোধনী ম্যাচে ফ্রান্সের তিন পয়েন্ট নিশ্চিত করেন ওয়েস্ট হ্যামের এই ফুটবলার। দুহাজার চোদ্দর বিশ্বকাপের দল শেষমুহুর্তে বাদ পড়তে হয়েছিল পায়েতকে। সেই দুঃখ এখনও ভুলতে পারেননি ফরাসি এই ফুটবলার। তাই সম্ভবত শুক্রবার রাতে ফ্রান্সের হয়ে জয়সূচক গোল করার আবেগ চেপে রাখতে পারেননি পায়েত। ইউরোর মত টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ।
ওয়েব ডেস্ক: জয় দিয়ে ইউরো অভিযান শুরু করল ফ্রান্স। হাড্ডাহাড্ডি ম্যাচে রোমানিয়াকে দুই-এক গোলে হারিয়ে দিল দিদিয়ের দেঁশর। জয়ের পাশাপাশি নতুন নায়ক পেয়ে গেল জিদানের দেশ। উননব্বই মিনিটে স্বপ্নের গোল করে উদ্বোধনী ম্যাচে ফ্রান্সের তিন পয়েন্ট নিশ্চিত করেন ওয়েস্ট হ্যামের এই ফুটবলার। দুহাজার চোদ্দর বিশ্বকাপের দল শেষমুহুর্তে বাদ পড়তে হয়েছিল পায়েতকে। সেই দুঃখ এখনও ভুলতে পারেননি ফরাসি এই ফুটবলার। তাই সম্ভবত শুক্রবার রাতে ফ্রান্সের হয়ে জয়সূচক গোল করার আবেগ চেপে রাখতে পারেননি পায়েত। ইউরোর মত টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ।
প্রথমার্ধ জুড়ে জিরুড-গ্রেইজম্যানদের সুযোগ নষ্টের প্রদর্শনী চাপ বাড়িয়েছিল ফরাসি কোচের। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচ একেবারে বদলে গেল। পায়েতের ক্রশে মাথা ছুঁইয়ে ফ্রান্সকে এগিয়ে দেন অলিভার জিরুড। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করে রোমানিয়াকে সমতায় ফেরান স্ট্যানকু। শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দেয় পায়েতের স্বপ্নের গোল। পোগবা-মাতুইদিদের নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যাশা ছিল অনেক। তবে প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ তারা। তলে ফরাসি জনতা বুঁদ তাদের নতুন নায়ক পায়েতকে নিয়ে।