নিজস্ব প্রতিবেদন: ২১তম গ্র্যান্ড স্ল্যাম (Grand slam) জেতার টার্গেট নিয়ে এগিয়ে চলেছেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। শুক্রবার চলতি ফরাসি ওপেনের (French Open 2022) তৃতীয় রাউন্ডে সার্বিয়ার তারকা ৬-৩, ৬-৩, ৬-২ ফলে স্লোভেনিয়ার আলজাজ বেদেনে-কে (Aljaž Bedene) হেলায় হারালেন তিনি। চতুর্থ রাউন্ডে তাঁর মুখোমুখি পঞ্চদশ বাছাই আর্জেন্তিনার দিয়েগো শোয়ার্ৎজম্যান(Diego Schwartzman)। সেই ম্যাচ খেলতে রবিবার লাল মাটির কোর্টে নামবেন জোকার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চোটের সারিয়ে কোর্টে ফেরার পর এ দিন জোকারের সামনে দাঁড়াতেই পারেনিনি বেদেনে। মাত্র দুই ঘণ্টার কম সময় নিয়ে ম্যাচ জিতে যান সার্বিয়ার তারকা। তবে প্রথম সেটের শুরুতে তিনটি ব্রেক পয়েন্ট নষ্ট করেন জোকোভিচ। তার পরেই একটি ব্রেক পয়েন্ট পান এবং সেটি কাজে লাগিয়ে ৩০ মিনিটে সেট শেষ করে দেন।


 



দ্বিতীয় সেটেও তিনি দু’টি ব্রেক পয়েন্ট পান। দু’টিকেই কাজে লাগিয়েছেন। উল্টোদিকে থাকা বেদেনে গোটা ম্যাচেও ব্রেক পয়েন্ট খুঁজে পেলেন না। প্রথম দু’টি সেটে জোকোভিচের সার্ভের বিরুদ্ধে মাত্র পাঁচটি পয়েন্ট পেয়েছেন। তৃতীয় সেটেও একই চিত্র। শুরুতেই বেদেনেকে ব্রেক করে এগিয়ে যান জোকোভিচ। বেদেনে আর ম্যাচে ফিরতে পারেননি। মাত্র ১ ঘণ্টা ৪৪ মিনিটে ম্যাচ শেষ করে দেন শীর্ষ বাছাই জোকোভিচ।


আরও পড়ুন: Rajat Patidar, IPL 2022 Qualifier 2: ফের কোন নতুন নজির গড়লেন RCB-র ত্রাতা রজত? জেনে নিন


আরও পড়ুন: Virat Kohli, IPL 2022 Qualifier 2: ছন্দহীন বিরাটকে রঞ্জি খেলার বার্তা দিলেন ক্ষুব্ধ নেটিজেনরা, তোলপাড় সোশ্যাল মিডিয়া


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)