ওয়েব ডেস্ক: ভারতীয় টেনিসে তৃণমূলস্তরেই আন্তর্জাতিক ছোঁয়া আনতে অভিনব উদ্যোগ সর্বভারতীয় টেনিস ফেডারেশনের। রোনাল্ড-গ্যারো আর সর্বভারতীয় টেনিস ফেডারেশন যৌথভাবে আয়োজন করছে অনুর্দ্ধ ১৮ জাতীয় পর্যায়ের টেনিস টুর্ণামেন্ট।দেশের তিনটি শহরে তিনটি পর্যায়ে খেলা হবে।বৃহস্পতিবার কলকাতার ডিকেএস-এ শুরু হল প্রথম পর্যায়ের খেলা।কলকাতার বিজয়ী পুনেতে দ্বিতীয় ধাপে অংশ নেবেন ।পুনের বিজয়ী ফাইনাল খেলবেন দিল্লিতে ১৮ এপ্রিল।মাস্টার্স ইভেন্টে জয়ী খেলোয়াড়রা এরপর পারফরম্যান্সের বিচারে জুনিয়র ফ্রেঞ্চ ওপেনে অংশগ্রহন করার ওয়াইল্ড কার্ড পেতে পারেন।ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর বার্নাড পেস্ট্রের প্রশিক্ষনে রয়েছেন টুর্নামেন্টের খেলোয়াড়রা ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কোহলির ফিটনেস নিয়ে ধোঁয়াশা, ধরমশালায় কামব্যাক হচ্ছে না সামির


ভারতীয় টেনিসের ভবিষ্যত নিয়ে ভীষন আশাবাদী বার্নাড।পাশাপাশি ভারতীয় কোচেদের আরও জ্ঞান বাড়ানোর পরামর্শ দিলেন ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ।জুনিয়র ফ্রেঞ্চ ওপেনে অংশগ্রহন করার  ওয়াইল্ড কার্ড পেতে ভারতকে লড়াই করতে হবে আমেরিকা , জাপান, দঃকোরিয়া , ব্রাজিলের মত দেশের বিরুদ্ধে।


আরও পড়ুন  ধোনি জমানার অবলুপ্তির ফল পেতে শুরু করলেন সুরেশ রায়না!