জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেটের নন্দনকান ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) (KKR vs LSG, IPL 2024)। রবিবাসরীয় ক্রিকেট যুদ্ধের আগে গতকাল অর্থাৎ শনিবার ইডেনে সাংবাদিক বৈঠক করেছিলেন নাইট মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Gautam Gambhir On Mitchell Starc: এখনও পর্যন্ত ফ্লপ শো ২৪. ৭৫ কোটির তারকার! সাংবাদিকদের সামনে ঠোঁটকাটা গৌতি


কলকাতা তথা বাংলার সংস্কৃতির ব্য়াপারে কেকেআর ম্য়ানেজমেন্ট রীতিমতো ওয়াকিবহাল। ফলে নববর্ষের প্রাক্কালে কেকেআর-এলএসজি ম্য়াচ কভার করতে আসা সাংবাদিকদের জন্য় ছিল উপহার। বাংলার মেগাস্টার মিষ্টি রসগোল্লা। হাঁড়ি ভর্তি সাদা গোলাকার লোভনীয় বস্তুটি নিয়েই হাজির হয়েছিলেন কেকেআরের মিডিয়া ম্য়ানেজার। গম্ভীরের টেবলের উপর তিনি দু'টি হাঁড়ি রাখেন। এরপর গম্ভীর বলেন, 'আগামিকাল শুভ নববর্ষ। আপনাদের জন্য় আমরা মিষ্টি নিয়ে এসেছি। খোলা মনে আপনারা তা গ্রহণ করুন। এবং কিছুটা ক্য়ালোরি বাড়িয়ে নিন। সকলকে ধন্য়বাদ।'ঘটনাচক্রে গম্ভীর এই ভিডিয়ো এদিন তাঁর এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে, সকলকে বাংলার নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। গম্ভীরের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। 



কলকাতার ফ্য়ানদের জন্য় ২২ নভেম্বর তারিখটা ভীষণ ভীষণ স্পেশ্য়াল ছিল। তাঁদের প্রিয় ক্য়াপ্টেন গম্ভীর ফিরেছিলেন নিজের শহরে। বলা ভালো ঘরে ফেরেন ঘরে। ২০১২ ও ২০১৪ সালে নাইটদের খেতাব জেতানো একমাত্র অধিনায়ক আবার কেকেআরের ড্রেসিংরুমে। লখনউয়ের সঙ্গে গোল্ডেন হ্য়ান্ডশেক করে গম্ভীর ফিরলেন চেনা ডেরায়। লখনউতে তিনি ঠিক যে কাজটা করতেন, কলকাতাতেও সেই কাজটাই করছেন। কেকেআরও গম্ভীরকে দলের মেন্টর করেছে। 'ঘরের ছেলে' এবার কাজ করছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে। এখনও পর্যন্ত কেকেআর আইপিএলে চার ম্য়াচ খেলে তিন ম্য়াচ জিতেছে। ছয় পয়েন্ট ঝুলিতে নিয়ে কেকেআর এখন দুয়ে।


আরও পড়ুন: WATCH | Virat Kohli And Rohit Sharma: খেলার ফাঁকে দুই মহানক্ষত্র মাখলেন আদরে, তাঁদের 'ব্রোম্যান্স' এখন ভাইরাল নেটপাড়ায়



 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)