Gautam Gambhir On Mitchell Starc: এখনও পর্যন্ত ফ্লপ শো ২৪. ৭৫ কোটির তারকার! সাংবাদিকদের সামনে ঠোঁটকাটা গৌতি
Mitchell Starc's Poor Show In IPL Opines Gautam Gambhir: আইপিএলে এখনও পর্যন্ত দাগ কাটতে পারেননি মিচেল স্টার্ক! কী বলছেন গৌতম গম্ভীর!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেটের নন্দনকান ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) (KKR vs LSG, IPL 2024)। রবিবাসরীয় ক্রিকেট যুদ্ধের আগে গতকাল অর্থাৎ শনিবার ইডেনে সাংবাদিক বৈঠক করেছিলেন নাইট মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এখানেই তাঁকে শুনতে হয়েছে দলের ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার তারকা মিচেল স্টার্কের (Mitchell Starc) একেবারে চোখে না পড়ার মতো পারফরম্য়ান্স নিয়ে। চার ম্য়াচে স্টার্ক মাত্র দুই উইকেট পেয়েছেন। তাঁর গড় ৭৭। ওভার পিছু দিয়েছেন ১১ রান করে। সাংবাদিকদের সামনে ঠোঁটকাটা গৌতি অজি বিশ্বকাপ জয়ীকে নিয়ে যা বলার বলে দিলেন।
আরও পড়ুন: জলের মতো খরচ... স্টার্ককে নিয়েই সব টাকা শেষ, লোকসান ভেবে শাহরুখের হাহুতাশ!
গম্ভীর বলেন, 'দেখুন এটা টিম স্পোর্ট, এখানে জয়টাই সব। আমরা চারের মধ্য়ে তিন ম্য়াচ জিতেছি। তাহলে আমি কেন কারোর পারফরম্যান্সে খুশি হব না? দেখুন, মানুষের খারাপ এবং ভাল দিন আসে। শেষ পর্যন্ত দলের জয়েই শেষ কথা। আমাদের রেজাল্টও কিন্তু বেশ ভদ্রস্থ। আমরা সবাই জানি যে বিরাট ত্রাসের বিজ্ঞাপন মিচেল স্টার্ক। চার ম্য়াচ ওকে খারাপ বোলার বানিয়ে দেবে না। তেমনই চার ম্য়াচ ওকে দারুণ বোলারও বানাবে না। হতে পারে আগামিকাল আমাদের জন্য় একেবারে আলাদা হল। একজন ব্য়ক্তি খুব ভালো পারফর্ম করল অথচ দল জিতল না, তাহলে আর কী লাভ হল! সে কারণেই ব্য়ক্তি পারফরম্য়ান্স নিয়ে কথা বলার কোনও কারণ নেই। আমার মনে হয় মিচেল স্টার্ক যথেষ্ট ঠিকঠাক পারফরম্য়ান্স করেছে। ও কিছু কঠিন ওভার করেছে। ও প্রভাব ফেলবে বলেই দলে নেওয়া।'
দুবাইয়ে আইপিএল মিনি নিলামে , প্রথমে দর্শকের আসনেই বসেছিল কেকেআর। আগুনে নিলামযুদ্ধে ভেঙ্কি মাইসোর অ্যান্ড কোংয়ের নিস্ক্রিয়তা দেখে, সোশ্যাল মিডিয়ায় একাধিক নেটাগরিকরা প্রশ্ন তুলেছিলেন যে, কেকেআর কী করতে গিয়েছে! তবে সময় গড়ানোর সঙ্গেই কেকেআর আড়মোড়া ভেঙে ওঠে। ধীরে ধীরে দল গোছায়। শুধু দল গোছানোই নয়, একেবারে ইতিহাস লিখে ফেলেছিল কলকাতা। স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় নেয় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপ জয়ী মহাতারকা পেসার হয়ে যান আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। ৩২ কোটি ৭০ লক্ষ টাকা নিয়ে নিলামে নামা কেকেআর,একজনের জন্য়ই খরচ করেছিল ২৪ কোটি টাকার উপর! ফলে স্টার্কের পারফরম্য়ান্স নিয়ে কথা হবেই।
আরও পড়ুন: Punjab Kings | IPL 2024: আইপিএলের মাঝেই বুক ভাঙল প্রীতির! ভাবেননি এই বিরাট ধাক্কায় হবেন বিধ্বস্ত
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)