ওয়েব ডেস্ক: দুবছর আগে রিওতে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ফ্রান্সকে। ইউরোর সেমিতে জোয়াকিম লো-র দলকে হারিয়ে সেই হারের বদলা নিতে মরিয়া দিদিয়ের দেঁশ-র দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিও-র বদলা মার্সেইতে নিতে চাইছে ফরাসি শিবির। দু বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যাট হামেলসের গোলে হেরে ছিটকে যেতে হয়েছিল পোগবাদের। বৃহস্পতিবার রাতে মেগা সেমিফাইনালে নামার আগে ফরাসি শিবিরে ঘুরে ফিরে আসছে ১৯৮২ সালের সেমিফাইনাল ম্যাচও। সেই ম্যাচেও টাইব্রেকারে হারতে  হয়েছিল লে ব্লুজদের। ঘরের মাঠে তাই বদলার লক্ষ্যে নামছে দিদিয়ের দেঁশ-র  দল। শেষ নটা ম্যাচে অপরাজিত তারা। একইসঙ্গে শেষ ছটা ম্যাচে হারের মুখ দেখেনি জার্মানিও। বৃহস্পতিবার রাতে অবশ্য কোনও একটা দলের অপরাজিত থাকার রেকর্ড ভাঙতে চলেছে।


আরও পড়ুন রোনাল্ডোর জাদুতে পর্তুগাল ফাইনালে


কোয়ার্টার ফাইনালে আইসল্যান্ডকে পাঁচ গোল দিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামছে ফরাসি ব্রিগেড। গোলের মধ্যে রয়েছেন গ্রেইজম্যান,অলিভার জিরুডরা। তাই মেগা সেমির আগে বেশ আত্মবিশ্বাসী দেঁশ ব্রিগেড। পরিসংখ্যান বলছে ক্লাব আর দেশ মিলিয়ে শেষ তিনটে সাক্ষাতেই নয়্যারের বিরুদ্ধে গোল করেছেন ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুড। জার্মানির বিশ্বকাপজয়ী গোলকিপারও মানছেন যে বক্সের মধ্যে জিরুড খুবই সুযোগসন্ধানী। তবে শুধু জিরুড নন,গ্রেইজম্যানের উপরও নজর থাকছে জার্মান ডিফেন্সের। এই ম্যাচে মাঠে নামতে তৈরি আগের ম্যাচে না খেলা আদিল রামি আর আর কান্তে। তাই চোটাঘাত আর কার্ড সমস্যায় প্রথম একাদশ বাছতে জার্মান কোচ যখন নাজেহাল,তখন ফরাসি কোচ দিদিয়ের দেঁশ-র সামনে বিকল্প অনেক।


আরও পড়ুন জেলে যেতে হবে না মেসিকে