জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্য়ান্টিয়াগো বার্নাব্য়ু কি আজ কাঁদছে? চোখের জল তো পড়ছেই... নাহলে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্য়ারেজ  বলতেন না, 'টনি ক্রুস রিয়াল মাদ্রিদের ইতিহাসের শ্রেষ্ঠদের মধ্য়েই একজন। এই ক্লাব আজীবন ওর ঘর হয়ে থাকবে।' শিরোনাম পড়েই বুঝে নিয়েছেন যে, রিয়াল মাদ্রিদের মহাতারকা ক্রুস খেলা ছাড়ছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Argentina Copa America 2024 Squad: এ কী টিম করলেন স্কালোনি, নিলেন না চার বিশ্বকাপজয়ীকে! কাদের সঙ্গে মেসি খেলবেন?


মঙ্গল সন্ধ্য়ায় সোশ্য়াল মিডিয়ায় বিবৃতিতে দিয়ে 'জার্মান স্নাইপার' জানিয়ে দিলেন যে, আর নয়, অনেক হয়েছে। এবার ফুটবলকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা ক্রুস, আসন্ন ইউরো কাপের (Euro Cup 2024) পরেই ফুটবল থেকে সন্ন্য়াস নেবেন। জার্মানি বা রিয়ালের ক্ষতি নয়, ক্রুসের চলে যাওয়া ফুটবলের ক্ষতি। 



দূরদর্শিতা, পাসিং, থ্রু, সেট-পিস শব্দগুলি যতদিন ফুটবলে থাকবে, ততদিন থেকে যাবে ক্রুসের নাম। ৩৪ বছরের ক্রুস ২০০৭-২০১৪ পর্যন্ত বায়ার্ন মিউনিখে খেলে চলে আসেন রিয়ালে। বিশ্বকাপের পরে পরেই গায়ে তুলে নেন। লুকা মদরিচের সঙ্গে জুটি বেঁধে প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন। যার মধ্য়ে রয়েছে চারটি লা লিগা ও চারটি চ্য়াম্পিয়ন্স ট্রফি। ১০ বছর রিয়ালের জার্সিতে ৪৬৩ ম্য়াচ খেলে জিতেছেন ২২টি ট্রফি। অভাবনীয় ট্র্যাক রেকর্ড ক্রুসের।


ক্রুস যে এই প্রথম অবসর নেওয়ার কথা ভাবছেন, তা নয়। ২০২১ সালে আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা বলা ক্রুস চলতি বছর ইউরোর আগে নাটকীয় ভাবে দলে ফিরে আসেন। বিগত তিন বছর দেশের জার্সিতে খেলেননি তিনি। কোচ জুলিয়ান নাগেলসম্যানের অনুরোধে ফিরে আসেন, সাম্প্রতিক জার্মানের চেহারাটা বদলে দেওয়ার দায়িত্ব ক্রুসের ওপরেই দিয়েছেন তাঁর কোচ।


চাইলে আরও কয়েকটি বছর ক্রুস আরামসে খেলতে পারতেন ফুটবল। কিন্তু তিনি লেখেন, 'আমি সবসময় বলেছি যে, রিয়াল মাদ্রিদ আমার শেষ ক্লাব হবে। আমি খুশি এবং গর্বিত যে, আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পেরেছি। আমার লক্ষ্য়ই ছিল সবসময়ে শীর্ষে থেকে কেরিয়ার শেষ করা। আর সেটা করতে পেরে আমি খুশি।' ক্রুস চলে যাওয়ায় নিঃসন্দেহে রিয়ালে বিরাট শূন্য়তা তৈরি হবে।


 আরও পড়ুন: WATCH | MS Dhoni: 'ছিঃ, ওরা ধোনির সঙ্গে...'! ছিঁড়ে খেলেন ভন, আলোচনায় বিদায়ী ১১০
 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল