নিজস্ব প্রতিনিধি : রাশিয়া বিশ্বকাপে তাদের অবস্থা অনেকটা আর্জেন্টিনার মতোই। বলা ভাল, আর্জেন্টিনার থেকেও বেশি চাপে রয়েছে তারা। অথচ এমনটা হওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারেননি কেউ। কারণ, তারা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন। রাশিয়ায় বিশ্বকাপ অভিযানের শুরুটা জার্মানি এত খারাপভাবে শুরু করবে সেটা আন্দাজ করা কঠিন ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ফর্ম পূরণ করুন, ব্রাজিল সমর্থক হয়ে যান


মেক্সিকোর কাছে প্রথম ম্যাচে হারের পর জার্মান শিবিরে এখন থমথমে পরিবেশ। আজ রাতে সুইডেনের মুখোমুখি হবে জোয়াকিম লোর দল। মরণ-বাঁচন ম্যাচ। হারলে এবারের বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে যাবে জার্মানি। শেষ ষোলোয় খেলার জন্য তখন জার্মানদের আবার তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-দক্ষিণ কোরিয়ায় ম্যাচের দিকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানি শিবির আরও একটা কারণে চাপে। সেন্টার ব্যাক ম্যাটস হামেলস এই ম্যাচে খেলতে পারবেন না। আগের ম্যাচে ঘাড়ে চোট পেয়েছিলেন তিনি। জার্মান কোচ লো বলছিলেন, ''ওর চোট পুরোপুরি সারেনি। তাই হামেলকে খেলানোর ঝুঁকি নিতে চাই না।'' চেলসিতে খেলা অ্যান্টোনিও রুডিগার সুইডেনের বিরুদ্ধে হামেলসের বদলি হতে পারেন।


আরও পড়ুন- পিছিয়ে পড়েও সার্বিয়াকে হারাল সুইত্জারল্যান্ড