আইসিসি-র `স্পিরিট অফ ক্রিকেট` কোহলিকে, বিরাটের প্রশংসায় মহম্মদ আমির
এই সম্মান পেয়ে বেশ খানিকটা অবাকই হয়েছেন ভারত অধিনায়ক।
নিজস্ব প্রতিবেদন: বাইশ গজে সেয়ানে-সেয়ানে লড়াই হলেও মাঠের বাইরে একে অপরের প্রশংসায় ভরিয়ে তোলেন পাক পেসার মহম্মদ আমির আর ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার আইসিসি-র 'স্পিরিট অফ ক্রিকেট' সম্মান জিতে নিয়েছেন বিরাট কোহলি। এর পরেই বিরাটের প্রশংসায় পাক পেসার মহম্মদ আমির।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৯ সালে বিশ্বকাপের ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন স্টিভ স্মিথ। স্টিভ স্মিথের জন্য দর্শকদের চিয়ার করতে বলেছিলেন ভারত অধিনায়ক। আসলে এক বছরের নির্বাসন কাটিয়ে বাইশ গজে ফিরেছিলেন স্মিথ। প্রতিদ্বন্দ্বী ক্রিকেটারের জন্য এমন সম্মান দেখানোর জন্যই এবার 'স্পিরিট অফ ক্রিকেট' সম্মান পেলেন বিরাট কোহলি। অবশ্য এই সম্মান পেয়ে বেশ খানিকটা অবাকই হয়েছেন ভারত অধিনায়ক। তাই সেটাই তাঁর বক্তব্যে উঠে এসেছে।
বিরাট কোহলির এই ভিডিয়ো বার্তাটি টুইট করেছে আইসিসি। সেখানে মহম্মদ আমির লিখেছেন, "মহান ক্রিকেটারের বিশেষ বার্তা।" বাইশ গজে আমির-বিরাট ডুয়েল ক্রিকেটপ্রেমীদের উপভোগ্য। কিন্তু মাঠের বাইরে একে অপরের জন্য অসম্ভব সম্মান রয়েছে দুজনের।
আরও পড়ুন - IND vs AUS: রিহ্যাবে ঋষভ! রাজকোটে দ্বিতীয় ম্যাচে নেই পন্থ