জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ ঘটনা ঘটে গেল আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) জন্মস্থান রোজারিওতে (Rosario)। ৩৬ বছর পর বিশ্বকাপ (FIFA World Cup 2022) এনে দেওয়া মেসি এবং তাঁর সতীর্থদের নিয়ে গোটা আর্জেন্টিনা যখন গর্ব করছে, তখন কিছু দুর্বৃত্ত তাণ্ডব চালাল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো (Antonela Roccuzzo) পরিবারের মালিকানাধীন একটি সুপার মার্কেটে। মুহুর্মুহু ১৪ রাউন্ড গুলি চালানোর পর এল এম টেন-এর (LM 10) জন্য একটা হুমকি চিঠিও রেখে গেছে দুষ্কৃতিরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘কাদেনা ৩ রোজারিও’ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত ৩টায় ঘটেছে এই ঘটনা। গুলি চালানোর সময় রোজারিওর সান্তা ফের সুপার মার্কেটটি বন্ধ ছিল। তাই প্রাণহানির ঘটনা ঘটেনি। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটর সাইকেল নিয়ে চলে যায় দু'জন লোক। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। যাতে ছিল মেসির জন্য হুমকি সম্বলিত বার্তা। 



আরও পড়ুন: East Bengal FC: আরও এক মরসুমের জন্য লাল-হলুদে ক্লেটন সিলভা


আরও পড়ুন: ISL 2022-23, ATKMB vs Odisha: ওড়িশা ম্যাচকে ফাইনাল ধরে প্লে অফে নামতে চাইছে এটিকে মোহনবাগান


সেই বার্তার অনুবাদ করলে এমনটা দাঁড়ায়- "মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।" ঠিক কী কারণে এই হামলা হয়েছে এখনও বলতে পারেনি স্থানীয় প্রশাসন। তবে সেই সুপার মার্কেটের সামনে থাকা একাধিক সিসিটিভি ক্যামেরা দেখে পুলিস দুষ্কৃতিদের খোঁজার চেষ্টা করছে। 


‘কাদেনা ৩ রোজারিও’ আরও জানিয়েছে, মোট ১৪টি গুলি করা হয়েছে সান্তা ফের সুপারমার্কেটে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। মেসি মাঝেমধ্যে নিজের জন্মস্থানে গিয়ে সময় কাটান। বিশ্বকাপ জয়ের পরও তিনি রোজারিওতে গিয়ে পার্টি করেছিলেন। এমনকী রোজারিও ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন। এই ঘটনার পর মেসি কি আর এমনটা চাইবেন? সেটাই হল বড় প্রশ্ন। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)