East Bengal FC: আরও এক মরসুমের জন্য লাল-হলুদে ক্লেটন সিলভা
বেঙ্গালুরু এফসি-র হয়ে ২০২০-২১-এ আইএসএলে সাত গোল ও পরের মরসুমে ন’গোল করার পরে লাল-হলুদ শিবিরে যোগ দেন সিলভা। গোলের যে আশা নিয়েই তাঁকে সই করানো হয়, সেই আশা পুরোপুরি ভাবে পূর্ণ করেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলের তারকা স্ট্রাইকার ও সর্বোচ্চ গোলদাতা ক্লেটন সিলভার (Cleiton Silva) সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। বৃহস্পতিবার এই ঘোষণা করে ক্লাব কর্তৃপক্ষ। ২০ ম্যাচে ১২ গোল করে চলতি আইএসএল-এর (ISL 2022-23) লিগ পর্বে সর্বোচ্চ গোলদাতার সন্মান অর্জন করে নিয়েছেন ব্রাজিলীয় (Brazil) স্ট্রাইকার। লিগ পর্যায়ে এতগুলো গোল ও এতগুলো ম্যাচের নায়কের সন্মান অর্জন করতে পারেননি আর কোনও ফুটবলার। ডুরান্ড কাপে (Durand Cup) মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে তিনি দুটি গোলও করেছিলেন ক্লেটন।
এই মরসুমের আগে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) থেকে ৩৬-এর ক্লেটনকে এক বছরের চুক্তিতে নিয়ে আসে ইস্টবেঙ্গল এফসি। নিজের দেশে তো বটেই, ভারতে আসার আগে মেক্সিকো, চিন, তাইল্যান্ডের একাধিক ক্লাবেও খেলেছেন তিনি। তাইল্যান্ডের ফুটবলে তিনিই প্রথম বিদেশি, যিনি একশোর ওপর গোল করেছিলেন।
— East Bengal FC (@eastbengal_fc) March 2, 2023
আরও পড়ুন: ISL 2022-23, ATKMB vs Odisha: ওড়িশা ম্যাচকে ফাইনাল ধরে প্লে অফে নামতে চাইছে এটিকে মোহনবাগান
আরও পড়ুন: Lionel Messi: একেবারে 'সোনার মন'! বিশ্বজয়ী আর্জেন্টিনা দলকে ৩৫টি সোনার আইফোন উপহার দিচ্ছেন মেসি
এই চুক্তির মেয়াদ বৃদ্ধিতে ক্লেটন বলেন, “পরের মরসুমেও এখানে থাকতে পারব জেনে খুবই ভাল লাগছে। আমি প্রকল্পয় বিশ্বাস করি। কঠিন সময় কাটিয়েও আমরা কয়েকটি ম্যাচ খুবই উপভোগ করেছি। আশা করি আগামী মরশুমে সবাই মিলে নিজেদের শুধরে ফিরে আসব”।
আগের ক্লাবের ভূমিকার সঙ্গে ইস্টবেঙ্গলে তাঁর ভূমিকার তফাৎ নিয়ে ৩৬ বছর বয়সি ফরোয়ার্ড বলেন, “বেঙ্গালুরু এফসি-তে আমি একজন নিখুঁত নাম্বার নাইনের ভূমিকা পালন করতাম, বিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝখানে। কিন্তু এখানে আমি অনেকটা জায়গা জুড়ে খেলার স্বাধীনতা পাই। এ ভাবেই খেলা বেশি পছন্দ আমার। বেঙ্গালুরু দলে অনেক ভাল ভাল খেলোয়াড় আমার সঙ্গে খেলত। সেরা চারে পৌঁছনোর মতো দল ছিল আমাদের। কিন্তু দুর্ভাগ্যবশত, তা পারিনি”। এবারেও তাঁর দুর্ভাগ্য যে প্লে অফে খেলার সুযোগ হল না তাঁর।
বেঙ্গালুরু এফসি-র হয়ে ২০২০-২১-এ আইএসএলে সাত গোল ও পরের মরসুমে ন’গোল করার পরে লাল-হলুদ শিবিরে যোগ দেন সিলভা। গোলের যে আশা নিয়েই তাঁকে সই করানো হয়, সেই আশা পুরোপুরি ভাবে পূর্ণ করেন তিনি। তবে কেল্টনের কাছে চলতি মরসুম ভালো গেলেও, দল হিসেবে লাল-হলুদ একেবারেই মেলে ধরতে পারেনি। এহেন কেল্টন আগামী মরসুমেই ফর্ম ধরে রাখতে পারবেন কি না, সেটাই দেখার।