ওয়েব ডেস্ক: আজ জন্মদিন ভারতীয় ফুটবলের জীবন্ত কিংবদন্তি চুনী গোস্বামীর। ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্ম হয় তাঁর। শুধুমাত্র তাঁর খেলা দেখার জন্য কেয়ক ক্রোশ দূরে মানুষ অবলীলায় চলে যেতেন সব কাজ ফেলে। এমনই মুগ্ঘতা ছিল ফুটবলপ্রেমীদের তাঁকে নিয়ে। আজ এমন এক দুর্দান্ত ফুটবলারের জন্মদিনে জেনেই নিন তাঁর সম্পর্কে ৫ টি তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১) চুনী গোস্বামীর জন্ম হয় বাংলাদেশের কিশোরগঞ্জে। তাঁর আসল নাম সুবিমল গোস্বামী।


২) ১৯৪৬ সালে মোহনবাগান জুনিয়রে খেলা শুরু করেন তিনি। ১৯৫৪ সালে সিনিয়র দলে খেলার সূযোগ পান। সেই ছিল শুরু। এর পর থেকে ১৯৬৮ সাল পর্যন্ত দাপিয়ে খেলেছেন সবুজ-মেরুন জার্সি গায়ে।


৩) ১৯৫৬ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ভারতের জার্সিতে ফুটবল খেলেছিলেন তিনি। ৫০ ম্যাচে ৩২টি গোল করারও নজির রয়েছে।


৪) ১৯৮৬ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ছিলেন টাটা ফুটবল অ্যাকাডেমির ডিরেক্টর।


৫) ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। সেই দলের অধিনায়ক ছিলেন তিনি।