Arshdeep Singh, IND vs PAK : অর্শদীপ `সোনা`, তরুণ পেসারের পাশে টারবুনেটর
অনেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও ২৩ বছর বয়সী পেসারকে সমর্থন করে বলেছিলেন যে তাঁর চেয়ে বেশি হতাশ কেউ হবে না। প্রাক্তন ভারতীয় ওপেনার অভিনব মুকুন্দ বলেছেন যে ২০১৭ সালে পুনে টেস্টে স্টিভ স্মিথের ক্যাচ ফেলার পরে তিনি কেমন অনুভব করেছিলেন। তিনি সবাইকে বলেন অর্শদীপকে কিছুটা সময় দেওয়ার জন্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসিফ আলির ক্যাচ ফস্কে প্রবল বিপাকে ভারতীয় পেসার অর্শদীপ সিং। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার তরুণ পেসার। তাঁর খালিস্তানি যোগও খুজেছেন নেট নাগরিকদের একাংশ। এই অবস্থায় অর্শদীপের পাশে দারালেন টার্বুনেটর। সিমাহিন ট্রোলের বিরুদ্ধে মুখ খুলে প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং বলেছেন, ‘তরুণ অর্শদীপের সমালোচনা করা বন্ধ করুন কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাচ ফেলে না..আমরা আমাদের ছেলেদের জন্য গর্বিত ..পাকিস্তান আরও ভালো খেলেছে... ’। তিনি আরও বলেন, ‘লজ্জিত এই ধরনের মানুষের জন্য যারা এই প্ল্যাটফর্মে অর্শ এবং দলকে নিয়ে খারাপ কথা বলে আমাদের নিজেদের ছেলেদের ছোট করছে.. অর্শ হল সোনা’।
প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং অর্শদীপের সমর্থনে ট্যুইট করেন। ভাজ্জি টুইটারে ট্রোলদের একটি মোক্ষম জবাব দিয়ে লেখেন যে কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ক্যাচ ফেলে না।
এশিয়া কাপ ২০২২-এর সুপার ৪ পর্বে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাঁচ উইকেটের পরাজয়ের পরে হরভজন এই কথা লেখেন ট্যুইটারে।
অনেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও ২৩ বছর বয়সী পেসারকে সমর্থন করে বলেছিলেন যে তাঁর চেয়ে বেশি হতাশ কেউ হবে না। প্রাক্তন ভারতীয় ওপেনার অভিনব মুকুন্দ বলেছেন যে ২০১৭ সালে পুনে টেস্টে স্টিভ স্মিথের ক্যাচ ফেলার পরে তিনি কেমন অনুভব করেছিলেন। তিনি সবাইকে বলেন অর্শদীপকে কিছুটা সময় দেওয়ার জন্য।
মুকুন্দ লিখেছেন "পুনে টেস্টে স্টিভ স্মিথের ক্যাচ ফেলার পরে, আমি আমার রুমে একা একা ঘণ্টার পর ঘণ্টা কেঁদে ছিলাম। আমি সত্যিই আশা করি অর্শদীপ সিংহ যেন এমন অনুভব না করেন। আজ রাতে তিনি আমাদের দেশের অন্য কারও চেয়ে বেশি ক্ষুব্ধ হবেন। আসুন তাকে কিছুটা সময় দি!’