Arshdeep Singh, IND vs PAK : অর্শদীপ খালিস্তানি! ক্যাচ ফস্কে সোশ্যাল মিডিয়ায় বেনজির আক্রমণের মুখে তরুণ পেসার
তরুণ অর্শদীপকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পরতেও হলেও তাঁকে স্বস্তি দিয়েছে তাঁর টিম। ক্যাচ ফস্কালেও তাঁর পাশে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ভবিষ্যতে যাতে এরকম চাপের ম্যাচে যাতে অর্শদীপ ভাল পারফর্ম করতে পারেন সেই দিকেই নজর দেবে টিম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যাচ ফস্কালেন অর্শদীপ সিং আর ম্যাচ ফস্কালো ভারত। কিন্তু শুধু ক্যাচ ফস্কেই থামল না অর্শদীপের দিন। সোশ্যাল মিডিয়ায় হলেন প্রবল গঞ্জনার শিকার। ম্যাচের পরে নেটিজেনদের একাংশের প্রবল ট্রোলের শিকার হলেন তিনি। তাঁর সঙ্গে খালিস্তানিদের যোগ রয়েছে বলে কটাক্ষ করা হয় তাঁকে। দুর্ভাগ্যজনক সোশ্যাল মিডিয়ার বিরক্তিকর প্রবণতায়, কিছু 'অনুরাগী' তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল সহ সোশ্যাল মিডিয়ায় তাকে কটূক্তি করেন। তরুণ সিমারের বিরুদ্ধে খালিস্তানি যোগের অভিযোগ তুলে নিজেদের হতাশার বহিঃপ্রকাশ ঘটান তাঁরা।
1) Indian cricket player Arshdeep dropped a catch in the 2nd match of India Vs Pakistan, Asia Cup 2022.
And, now accounts from Pakistan are running Khalistan propaganda & calling Arshdeep a Khalistani.
Here is the thread! pic.twitter.com/pOyaBPLyJW
— Anshul Saxena (@AskAnshul) September 4, 2022
রবিবার দুবাইতে এশিয়া কাপ ২০২২-এর সুপার-৪ ম্যাচ ছিল। ভারত এবং পাকিস্তানের এই ম্যাচ গড়ায় শেষ অভার পর্যন্ত। শেষ ওভারে ভারত পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হেরে যায়। টুর্নামেন্টের গ্রুপ পর্বে গত রবিবার ভারতের কাছে একই রকম রোমাঞ্চকর খেলা হেরে যায় পাকিস্তান। এরপরে মনে করা হচ্ছে সেই হারের প্রতিশোধ নিল বাবর আজম বাহিনী।
১৫ বলে ৩১ রান বাকি থাকার সময় ১৮তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে দ্রুত রানের চেষ্টা করেন পাকিস্তানের আসিফ আলি। ঠিক সেই সময় একটি বল বেশি উচুতে উঠে যায় এবং খুব সাধারণ একটি ক্যাচ মিস করেন অর্শদীপ সিং । অনেকেই মনে করছেন সহজ ক্যাচ হওয়ায় এই ফাস্ট বোলার সম্ভবত কিছুটা সাধারণ ভাবে ধরার চেষ্টা করেন। সেই কারণেই আরও বেশি ট্রোলের সম্মুখিন হচ্ছেন তিনি।
এটি খেলার একটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় ছিল। শেষ ওভারে অর্শদীপ তাকে আউট করার আগে আসিফ আলী ৮ বলে গুরুত্বপূর্ণ ১৬ রান করে ভারতের হার নিশ্চিত করেন। কিন্তু ততক্ষণে পাকিস্তানের জয়ের জন্য ২ বলে মাত্র ২ রান দরকার ছিল। ইফতিখার আহমেদ শেষ বলে পাকিস্তানের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন।
অর্শদীপ সিং ৩.৫ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়ে শেষ করেন। সম্পূর্ণ ম্যাচে ভাল বোলিং করেন তিনি এবং শেষ ওভারে মাত্র ৭ রানের পুজি থাকা সত্ত্বেও খেলাটিকে শেষ বল অবধি নিয়ে যান তিনি।
তরুণ অর্শদীপকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পরতেও হলেও তাঁকে স্বস্তি দিয়েছে তাঁর টিম। ক্যাচ ফস্কালেও তাঁর পাশে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ভবিষ্যতে যাতে এরকম চাপের ম্যাচে যাতে অর্শদীপ ভাল পারফর্ম করতে পারেন সেই দিকেই নজর দেবে টিম।