নিজস্ব প্রতিবেদন: জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ায় সাদা বলের ক্রিকেটে সফল ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সেই হার্দিকই মাঠের বাইরে পিতার ভূমিকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাঠে একেবারে ডাকাবুকো। বর্তমান ভারতীয় দলে বিগ হিটার হার্দিক পান্ডিয়া। বড় শট হাঁকাতে তাঁর জুড়ি মেলা ভার। সেই ডাকাবুকো হার্দিকই ঘরে শান্তশিষ্ট 'বাবা'। ছেলে অগস্ত্যকে বোতলে করে দুধ খাওয়াচ্ছেন ভারতীয় ক্রিকেটার। ছবিটি টুইট করে হার্দিক লিখেছেন,'জাতীয় দায়িত্ব থেকে বাবার কর্তব্যে।'



অস্ট্রেলিয়ায় ৩টি একদিনের ম্যাচে ২১০ রান করেন পান্ডিয়া। ৩টি টি-২০ ম্যাচে তাঁর সংগ্রহ ৭৮। ৬টির মধ্যে ২টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে তাঁর সুযোগ হওয়ার সম্ভাবনা ছিল। তবে হার্দিক নিজেই জানিয়েছেন,'অন্য কোনও সময়ে টেস্ট খেলব। আমি বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে উদগ্রীব হয়ে উঠেছি। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে।'    


৪ মাসের বেশি বাড়ি থেকে দূরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। সংযুক্ত আরব আমিরশাহিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছিলেন। স্ত্রী নাতাশা ও ছেলে অগস্ত্যকে সঙ্গে নেননি হার্দিক। একদিনের সিরিজের মাঝেই হার্দিক সাংবাদিকদের বলেছিলেন, সন্তানকে দেখতে পাচ্ছি। খুব মিস করছি। যখন দেখেছিলাম, তখন ১৫ দিন বয়স ছিল। এখন ৪ মাস। দেশে ফেরার অপেক্ষা করছি।'


আরও পড়ুন- গব্বরের চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য, ছেড়ে কথা বললেন না শিখরও