নিজস্ব প্রতিবেদন: ১০০টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্যাচ খেলে ফেললেন ভারতীয় মহিলা দলের ক্যাপটেন হরমনপ্রীত কৌর। গতকাল সুরতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের শততম টি-২০ ম্যাচটি খেলেন হরমনপ্রীত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এখনও পর্যন্ত ৯৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। বিরাট কোহলি খেলেছেন ৭২টি টি-২০ ম্যাচ। অর্থাৎ, রোহিত, ধোনি, কোহলির আগেই প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ম্যাচ খেলে ফেললেন হরমনপ্রীত।



দক্ষিণ আফ্রিকার সঙ্গে ছয় ম্যাচের টি-২০ সিরিজ হরমনপ্রীতের নেতৃত্বে ৩-১-এ জিতেছে ভারত। ২০০৯ সালের জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেকের পর থেকে ১০০টি ম্যাচে ২৮.২২-এর গড়ে মোট ২,০০৪ রান করেছেন হরমনপ্রীত। এর মধ্যে রয়েছে একটি শতরান (১০৩) এবং ছ’টি অর্ধ শতরান। নিয়েছেন ২৮টি উইকেট।



আরও পড়ুন: ''ওঁর বক্তব্য আবর্জনার মতো'', ইমরান খানকে তীব্র কটাক্ষ সৌরভ গঙ্গোপাধ্যায়ের


শুক্রবারের ম্যাচের আগেই হরমনপ্রীতের শততম টি-২০ ম্যাচ উপলক্ষে তাঁকে অভ্যর্থনা দেওয়ার বিশেষ আয়োজন করা হয়।