নিজস্ব প্রতিবেদন: আইপিএল সেনসেশন হর্ষল প্যাটেল প্যাটেল (Harshal Patel) দেশের জার্সিতে স্বপ্নের অভিষেক করেছেন। রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে চার ওভার বল করে ২৫ রানের বদলে তুলে নেন জোড়া উইকেট। হন ম্যাচের সেরাও। হর্ষলের সঙ্গে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) জুটি আগামী দিনে ভারতীয় দলের চেহারাটাই বদলে দেবে। এমনটাই মনে করছেন নিউজিল্য়ান্ডের প্রাক্তন কিংবদন্তি ড্যানিয়েল ভেত্তোরি (Daniel Vettori)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক সাক্ষাৎকারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) প্রাক্তন কোচ বলেন, "টি-২০ ক্রিকেটে ডেথ ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি বুমরা কী করতে পারে। হর্ষল প্যাটেলও যদি এমনটা করতে পারে, তাহলে ২০ ওভারে ভারতীয় দলের চেহারাই বদলে যাবে। প্রথম ৬ ওভার আরও বেশি আক্রমণাত্মক হবে। বিশেষজ্ঞ বোলারকে প্রথম দিকে খেলিয়ে দিলে, নিশ্চিত থাকা যাবে শেষের দিকেও সমস্যা হবে না। খুব বেশি বোলার এমনটা করতে পারে না। ভারতের বুমরা ও হর্ষল আছে। তারা জমে গেল দল অপ্রতিরোধ্য হয়ে যাবে।"


আরও পড়ুন: দেশের জার্সিতে স্বপ্নের অভিষেক Harshal Patel-র, কৃতিত্ব দিচ্ছেন AB de Villiers কে


আরসিবি-র জার্সিতে চলতি বছর আইপিএলে ফুল ফুটিয়েছেন হর্ষল প্যাটেল (Harshal Patel)। ১৫ ম্যাচে ৩২ উইকেট নিয়ে মাথায় তুলেছিলেন বেগুনি টুপি। ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভোর (Dwayne Bravo) সঙ্গে যুগ্ম ভাবে আইপিএলের একটি আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়েন আহমেদাবাদের বছর তিরিশের জোরে বোলার। রাতারাতি আইপিএল সেনসেশন হয়ে যান হর্ষল। তাঁর অস্ত্র বলতে ভয়ঙ্কর আউটসুইঙ্গার। ২০০৮-০৯ মরসুমে ১১-র গড়ে ২৩ উইকেট নিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ বিনু মানকড় ট্রফিতে। এই মরসুমে গুজরাতের হয়ে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক করেন তিনি।  ২০১০ সালে হর্ষল ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেন নিউজিল্যান্ডে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)