নিজস্ব প্রতিনিধি : দুই পায়ের হাঁটুর নিচ থেকে সমস্যা। ভাল করে দাঁড়াতে পারেন না। হাটাহাটি, ছোটাছুটির তো প্রশ্নই নেই। কিন্তু দাঁড়িয়ে বা বসে নির্দিষ্ট লক্ষ্যভেদ করতে তাঁর জুড়ি মেলা ভার। শরীরের বাধা কখনওই তাঁর মনের অন্তরায় হয়ে দাঁড়াতে পারেনি। মনের জোরেই শরীরের প্রতিবন্ধকতা কাটিয়ে এবার দেশের নাম আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণাক্ষরে লিখে এলেন হরভিন্দর সিং। জাকার্তায় আয়োজিত এশিয়ান প্যারা গেমসের তিরন্দাজিতে সোনা জিতেলেন এই পাঞ্জাব তনয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  শতরান দেখতে লারাকে চাই, আর জীবনের জন্য ব্যাটিংয়ে চাই সচিনকে: ওয়ার্ন


এশিয়ান প্যারা গেমসে এই নিয়ে ভারতের সোনার পদক জয়ের সংখ্যা সাত। এদিন চিনের শাও লিক্সকে ৬-০ তে হারালেন হরভিন্দর। তিনি ডব্লিউটু/এসটি ক্যাটেগরিতে নেমেছিলেন। ডব্লিউটু ক্যাটেগরি তাঁদের জন্য যাঁরা হুইলচেয়ার ছাড়া তিরন্দাদিতে নামতে পারেন না। অর্থাত্ যাঁদের হাঁটুর নিচ থেকে পায়ের বাকি অংশ অসাড়। এসটি ক্যাটেগিরতে যাঁরা অংশ নেন তাঁদের পায়ে সমস্যা থাকলেও হুলচেয়ারের দরকার পড়ে না।


আরও পড়ুন-  বেঙ্গালুরু-মুম্বই ফ্লাইট, সাংবাদিক-ভক্তের সঙ্গে নাটকীয় আলাপনে কুম্বলে


এফ১১ ক্যাটেগরিতে পুরুষদের ডিসকাস থ্রোয়ে রূপো পেলেন মনু ঘানেস। ৩৫.৮৯ মিটার ছুঁড়েছিলেন তিনি। এফ৪৬ ক্যাটেগরির শট পাটে ভারতের মহম্মদ ইয়াসির ব্রোঞ্জ পেলেন। ১৪.২২ মিটার দূরত্ব ছুঁড়ে।