নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ সফরে এসে করোনায় আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার হেডেন ওয়ালশ জুনিয়র। সেল্ফ আইসোলেশনে রয়েছেন তিনি। ২০ জানুয়ারি থেকে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হেডেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশে পৌঁছানোর পর হেডেনে ওয়ালশ জুনিয়রের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এরপর ১৩ জানুয়ারি তাঁর PCR-টেস্টের ফল পজিটিভ এসেছে। যদিও asymptomatic বলে জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। হেডেনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরেই অবশ্য সফরকারী দলের কোনও সদস্য তাঁর সংস্পর্শে আসেননি। তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন। দু বার PCR-টেস্টের ফল নেগেটিভ না আসা পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকতে পারবেন না।


আরও পড়ুন- Syed Mushtaq Ali Trophy: হায়দরাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক বাংলার


বাংলাদেশে আসার আগে এবং বাংলাদেশে পৌঁছানোর পর গত ১১ দিনে ক্যারিবিয়ান দলের প্রত্যেকের চার বার করে করোনা পরীক্ষা করা হয়েছে।  


আরও পড়ুন- Ind vs Aus: চোট পিছু ছাড়ছে না, Brisbane-এ খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেন ভারতীয় পেসার