জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঁচে আছেন প্রাক্তন ক্রিকটার। প্রাক্তন সতীর্থ হেনরি ওলোঙ্গা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই খবর। হেনরি ওলঙ্গাই মৃত্যুসংবাদ জানিয়েছিলেন। কিন্তু বেলার দিকে হঠাৎই তিনিই জানালেন, ‘স্ট্রিক বেঁচে আছেন’ ! হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ট্যুইট করে ওলোঙ্গা লেখেন, 'নিশ্চিত করছি হিথ স্ট্রিকের মৃত্যু যে খবর ছড়িয়েছিল তা পুরোপুরি ভুয়ো। সবেমাত্র আমি ওর থেকে শুনলাম। ওকে ফেরত নিয়ে এসেছে থার্ড আম্পায়ার। ও বেঁচে আছে বন্ধুরা।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Heath Streak Died: প্রয়াত হিথ স্ট্রিক, মাত্র ৪৯ বছর বয়সেই না ফেরার দেশে জিম্বাবোয়ের বোলার


বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওলোঙ্গা একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন ট্যুইটারে। যদিও জিম্বাবোয়ে ক্রিকেটের তরফে কখওনই তাঁর মৃ্ত্যুর খবর নিশ্চিত করা হয়নি। তবে হেনরি ওলোঙ্গা পুরনো ট্যুইটটি তিনি মুছে দিয়েছেন এবং নতুন ট্যুইটে স্ট্রিক বেঁচে থাকার কথা জানান। যদিও ট্যুইটে ওই স্ক্রিনশট হিথ স্ট্রিকের সঙ্গে কথোপকথন বলে দাবি হেনরির। 



প্রসঙ্গত, শরীরে ক্যানসার বাসা বেঁধেছে হিথ স্ট্রিকের। গত মে মাস থেকেই গুরুতর অসুস্থ স্ট্রিক। ১৯৯০-২০০০ সালের শুরুর দিক পর্যন্ত হিথ ছিলেন জিম্বাবোয়ে ক্রিকেটের বিরাট চরিত্র। সেই সময় জিম্বাবোয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের দাপট দেখিয়েছে। হিথ দেশের হয়ে ৬৫টি টেস্ট (১৯৯০ রান ও ২১৬টি উইকেট) ও ১৯৮টি ওয়ানডে (২৯৪৩ রান ও ২৩৯ উইকেট) খেলেছেন। জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদের জন্য ২০০৪ সালে অধিনায়কের পদ ছেড়ে দিয়েছিলেন হিথ। ২০০৫ সালে মাত্র ৩১ বছর বয়সেই দেশের জার্সি তুলে রেখেছিলেন। হিথ একমাত্র জিম্বাবোয়ের বোলার, যাঁর ঝুলিতে ১০০-র ওপর টেস্ট উইকেট ও ২০০-র ওপর ওয়ানডে উইকেট আছে।


বোর্ডের সঙ্গে ঝামেলার জন্য ২০০০ সালে বহু ক্রিকেটার জাতীয় দল থেকে নিজেদের সরিয়ে নেন। সেই সময়ে হিথ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০২১ সালে আট বছরের জন্য হিথ ক্রিকেট থেকে নির্বাসিত হন। আইসিসি-র অ্যান্টি করাপশান কোড ভেঙেছেন পাঁচবার। 



আরও পড়ুন, Mohun Bagan Super Giant: ওপার বাংলার আবাহনীর বিসর্জন দিয়ে পাল তোলা নৌকা মূলপর্বে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)