নিজস্ব প্রতিবেদন : স্কোর বোর্ডে ১৭২ রানের পুঁজি নিয়েও ম্যাচ হারতে হল কলকাতাকে। প্লে-অফে রাস্তা নিজেরাই কঠিন করে ফেললেন মরগ্যানরা। লিগ টেবিলের লাস্ট বয়দের কাছে হেরে পচা শামুকে পা কাটল কলকাতা নাইট রাইডার্সের। বরং বলা ভাল নাইটদের মুখের গ্রাস কেড়ে নিলেন রবীন্দ্র জাদেজা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুবাইয়ে বহস্পতিবার কমলেশ নাগরকোটির শেষ ওভারে চাপ ধরে রেখে প্রথম চার বলে এল ৩ রান। আর শেষ দু বলে জাদেজা পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। ১১ বলে অপরাজিত ৩১ রানের ঝোড়ো ইনিংস খেললেন ধোনির স্যার জাদেজা।


জাদেজার এমন পারফরম্যান্সের পর টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীয় প্রশংসায় পঞ্চমুখ। টুইটে লিখলেন "এমন ফ্রি-ফ্লো ব্যাটিং সত্যিই অভাবনীয়। হর্সম্যান দুরন্ত!"



বাংলায় একটা প্রবাদ আছে, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ। বৃহস্পতিবার দুবাইয়ে সেটাই করল চেন্নাই। প্লে অফে যাওয়ার কোনও আশা নেই চেন্নাইয়ের, তাই খোলা মনে খেলে ম্যাচ জিতে নিল। আর কেকেআরের প্লে-অফের রাস্তা কঠিন করে দিল।


 


আরও পড়ুন - IPL 2020: লিগের লাস্ট বয় চেন্নাইয়ের কাছে হেরে প্লে-অফের অঙ্ক কঠিন করল কেকেআর