জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) চলছে এশিয়া কাপ ফাইনাল (Asia Cup Final)। সানডে ব্লকব্লাস্টারে মুখোমুখি হয়েছে বাবর আজমের (Babar Azam) পাকিস্তান ও দাসুন শনাকার (Dasun Shanaka) শ্রীলঙ্কা (Pakistan vs Sri Lanka)। পুরো টুর্নামেন্টেই দুরন্ত ক্রিকেট খেলে ফাইনালে মুখোমুখি হয়েছে এশিয়ার দুই শক্তিশালী ক্রিকেটীয় দেশ। এদিন টস জিতে পাকিস্তান প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাক পেসারদের দাপটে শ্রীলঙ্কা এদিন শুরুতেই বিরাট চাপে পড়ে গিয়েছিল। ৯ ওভারের মধ্যে মাত্র ৫৮ রানে ৫ উইকেট চলে যায় দ্বীপরাষ্ট্রের দলের। পাঁচে নেমে ভানুকা রাজাপক্ষ ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার হয়ে সম্মানজনক স্কোর করেন। ৬টি চার ও ৩টি ছয়ের সৌজন্যে নিজের ইনিংস সাজান রাজাপক্ষ। শেষপর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। পাকিস্তানের হয়ে হ্যারিস রউফ তুলে নেন তিন উইকেট। নাসিম শাহ, শাহদাব খান ও ইফতিখার আহমেদ পেয়েছেন একটি করে উইকেট। জয়ের জন্য পাকিস্তানের টার্গেট ১৭১। 


আরও পড়ুনAsia Cup Final, Kumar Sangakkara: 'কাপ নিয়ে ঘরে ফেরো'! শনাকাদের রক্তগরম করা পেপটক কিংবদন্তির




১৯৮৪ সালে শুরু হয় এশিয়া কাপ। অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বিগত ১৪ বছরে ভারত ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৫, ২০১০, ২০১৬ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের পরেই রয়েছে শ্রীলঙ্কা। পাঁচবার চ্যাম্পিয়ন (১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪) হয় তারা। পাকিস্তান দু'বার (২০০০, ২০১২) চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীলঙ্কা ২০১৪ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল। পাকিস্তান শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০১২ সালে। এদিন যে দল খেতাব জিতবে, তারা পাবে প্রায় ১ কোটি ৫৯ লক্ষ ৫৩ হাজার টাকা। রানার্স দল ঘরে নিয়ে যাবে প্রায় ৭৯ লক্ষ ৬৬ হাজার টাকা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)