নিজস্ব প্রতিবেদন :  ২০১৯-২০ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের সূচি প্রকাশিত হয়েছে। সেই সূচিতে  হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির কোনও নাম নেই। কিন্তু ভারতীয় ফুটবলমহলের খবর বলছে, আগামী সপ্তাহেই এফসি পুণে সিটির পরিবর্তে প্রকাশ্যে আসবে  হায়দরাবাদের নাম। এই মরশুমে হায়দরাবাদই খেলবে আইএসএলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




এ বার বেশ শক্তিশালী দল গড়ছে হায়দরাবাদ! দলের রিমোট কন্ট্রোল থাকবে ফিল ব্রাউনের হাতে। আই লিগে খেলা দেশীয় ও বিদেশি ফুটবলারকে হায়দরাবাদের হয়ে খেলতে দেখা যাবে। সরকারি ভাবে কয়েকদিনের মধ্যেই আত্মপ্রকাশ হবে হায়দরাবাদের ক্লাবটির। জানা গিয়েছে, তেলেঙ্গানার  এক উদ্যোগপতি বিজয় মাদুরি এবং কেরালা ব্লাস্টার্স ও চেন্নাইন এফসি-র প্রাক্তন সিওও বরুণ ত্রিপুরানেনি হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক। হায়দরাবাদের গাচ্চিবাউলি স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে আইএসএলের নতুন ক্লাব দলটি।


আরও পড়ুন - ক্যারিবিয়ান পেসারের কীর্তি! ২০ লাখ ম্যাচ খেলে ৭০০০ উইকেট নিয়ে ৮৫ বছর বয়সে অবসর সিসিল রাইটের