জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিমধ্যেই অনেকে তাঁকে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারের তকমা দিয়েছেন। বিগত কয়েক বছর রিয়াল মাদ্রিদের (Real Madrid) জার্সিতে খেলেছেন দুরন্ত ফুটবল। করিম বেঞ্জেমা (Karim Benzema) এখন ফ্যানদের বিচারে 'কিং করিম'। তবে আপাতত রিয়াল অতীত। বেঞ্জেমার পাখির চোখ কাতারে। গতবারের চ্যাম্পিয়ন দলের হয়ে ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) খেলবেন তিনি। দিদিয়ের দেশঁর ব্ল্য়ু আর্মির অন্যতম সেরা যোদ্ধা বেঞ্জেমা। বিশ্বকাপে নামার আগে জানিয়ে দিলেন, তাঁর কী পরিকল্পনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক সাক্ষাৎকারে বেঞ্জেমা বলছেন, 'শুধু গোল করার কথাই ভাবছি না। যদিও আমি ওটা করতে পারি। আমি সতীর্থদের সাহায্য করতে পছন্দ করব।' ৩৪ বছরের বেঞ্জেমার কাছে প্রশ্ন ছিল যে তিরিশের পর ফুটবলারদের ফিটনেস নিয়ে তাঁর কী বক্তব্য, বেঞ্জেমা বলেন, 'আমার মনে হয় না যে, বয়স কোনও ব্যাপার। বহু প্লেয়ারকেই দেখবেন যাঁরা, তিরিশের পর নিজেদের ফিটনেস শক্তিশালী করেছে। প্রশ্নটা হচ্ছে প্রতিজ্ঞার। আমি বাকিদের অনেক কঠোর ট্রেনিং করি। স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আরও একটু বেশি খাটতে হবে।' 


আরও পড়ুন: FIFA World Cup 2022 | Female Referees: কাতারে ইতিহাস লিখছেন এই তিন মহিলা! বিশ্বযুদ্ধ শুরুর আগে চিনে নিন তাঁদের


গতবছর বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলে ছিলেন না বেঞ্জেমা। বছর ছয়েক আগে ফ্রান্স দলের সতীর্থ ম্যাথিও বালবুয়েনাকে  ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছিল বেঞ্জেমার বিরুদ্ধে। সেই কুখ্যাত ‘সেক্সটেপ অ্যাফেয়ার’-এর জন্য জাতীয় দলে তিনি ছিলেন উপেক্ষিত। রিয়াল মাদ্রিদের হয়ে স্বপ্নের ফুটবল খেলেও, জাতীয় দলে তাঁর জায়গা হয়নি। সেই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন শুধু ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। বেঞ্জেমা বলছেন, 'অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। একটা সময় ছিল যখন আমি জাতীয় দলে ছিলাম না। কিন্তু কখনও হাল ছাড়িনি। জিদান আমাকে বলতেন, ফুটবল উপভোগ করতে। যাতে একদিন আমি এই বিশ্বকাপ জিততে পারি। এটাই আমাকে মানসিক ভাবে শক্তিশালী করেছে।' চলতি বছর বেঞ্জেমার হাতে ব্যালন ডি'অর তুলে দেওয়ার সময়ে জিদান বলেছিলেন যে, বেঞ্জেমা তাঁর বড় ভাইয়ের মতো।


ফ্রান্স দল


গোলকিপার: হুগো লরিস, মানদানা ও আরিওলা


রক্ষণভাগ: থিও হের্নান্দেস, লুকা হের্নান্দেস, জুল কুন্দে, বেঞ্জামিন পাভার্ড, কিম্পেম্বে, ইব্রাহিম কোনাতে, সালিবা, উপামেকানো ও রাফায়েল ভারান।


মাঝমাঠ: অঁরেলিয়ো চুয়োমানি, এয়ার্দো কামাভিঙ্গা,আন্দ্রে রাবিওত, মাতেও গুয়েন্দৌজি, জর্দান ভেরেতৌত ও ফোফানা। 


আক্রমণভাগ: আন্তোনি গ্রিজমান, করিম বেঞ্জিমা, ওলিভার জিরুড, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্তোফার এনকুনকো, কিংসলে কোমান ও উসমান দেম্বেলে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)