নিজস্ব প্রতিবেদন:   আই লিগে ইস্টবেঙ্গলের সামনে এখন অবনমন বাঁচানোর লড়াই! ঘরের মাঠে পর পর দুটো ম্যাচে হেরে লিগ টেবিলে দশ নম্বরে নেমে গেছে লাল-হলুদ। বৃহস্পতিবার কল্যাণীতে মারিও-র দলের সামনে লিগ তালিকার দু নম্বরে থাকা পঞ্জাব এফ সি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগের ম্যাচেই মোহনবাগানের কাছে হেরেছে পঞ্জাব এফসি। ইস্টবেঙ্গলকে হারিয়ে আই লিগে জয়ে ফিরতে মরিয়া ডিকারা। এদিকে জয় ছাড়া কোনও বিকল্প নেই ক্রোমাদের সামনেও। কঠিন পরিস্থিতিতেও চাপ নিচ্ছেন না আলেসান্দ্রোর প্রাক্তন সহকারি মারিও। কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন মার্কোস। তবে পঞ্জাব ম্যাচে নেই লালরিনডিকা রালতে। চাপের ম্যাচে অ্যাটাকিং ফুটবল খেলতে চায় ইস্টবেঙ্গল।


এদিকে লাল-হলুদ জার্সি গায়ে চাপাবার পর এখনও গোল নেই ক্রোমার। নিজের অফ ফর্মে জুভেন্টাসের রোনাল্ডোর তুলনা টানছেন পিয়ারলেসের লিগ জয়ের নায়ক। ইতালিতে প্রথম দিকে গোল না পেলেও এখন ফর্মের চূড়ায় সিআরসেভেন। পঞ্জাব ম্যাচ থেকে চাকা ঘোরানোর আশায় ক্রোমাও।


আরও পড়ুন - অদ্ভুত! স্টাম্প মাইক্রোফোন বাঁচাল রান আউট থেকে, দেখুন ভিডিয়ো