নিজস্ব প্রতিবেদন : ডার্বি হার্ডল পার করার পর মোহনবাগানের সামনে এবার অ্যাওয়ে চ্যালেঞ্জ। বৃহস্পতিবার ইম্ফলে সবুজ-মেরুনের সামনে নেরোকা এফসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শেষ পনেরো দিনে পাঁচটা ম্যাচ খেলতে হচ্ছে সবুজ-মেরুনকে। তার উপর রয়েছে বড় ম্যাচ জয়ের রেশ। প্রতিপক্ষের থেকেও এই জোড়া ফ্যাক্টরই ভাবাচ্ছে ভিকুনাকে। বুধবার সকালে ইম্ফল পৌঁছে বিকেলে অনুশীলন করল মোহনবাগান দল।


আরও পড়ুন - কিউইদের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিরাট রেকর্ডের হাতছানি ক্যাপ্টেন কোহলির সামনে


বড় ম্যাচের দলই সম্ভবত অপরিবর্তিত রাখতে চাইছেন স্প্যানিশ কোচ। পাহাড়ে নেরোকা কঠিন প্রতিপক্ষ। কয়েকদিন আগেই রিয়াল কাশ্মীরকে হারিয়েছে তারা। তাই বড় ম্যাচ জিতলেও বেশ সতর্ক বাগান শিবির। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার ওপরে মোহনবাগান। অন্যদিকে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৬ নম্বরে নেরোকা এফসি। তবে ইম্ফল থেকে তিন পয়েন্ট নিয়ে শহরে ফেরাই এখন চ্যালেঞ্জ বেইটিয়াদের কাছে।


আরও পড়ুন - সাত দিনে এই কাজ করতে হবে, কাম্বলিকে চ্যালেঞ্জ সচিনের!