সাত দিনে এই কাজ করতে হবে, কাম্বলিকে চ্যালেঞ্জ সচিনের!
স্কুল ক্রিকেট থেকে জাতীয় দলে একসঙ্গে খেলেছেন মুম্বইয়ের ময়দানের জয়-বীরু জুটি- সচিন তেন্ডুলকর আর বিনোদ কাম্বলি।
নিজস্ব প্রতিবেদন : ছোট বেলার বন্ধুকে এবার প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। আবার এমন চ্যালেঞ্জ জানালেন যেটা কিনা সাত দিনের মধ্যে করে দেখাতে হবে। স্কুল ক্রিকেট থেকে জাতীয় দলে একসঙ্গে খেলেছেন মুম্বইয়ের ময়দানের জয়-বীরু জুটি- সচিন তেন্ডুলকর আর বিনোদ কাম্বলি। সেই কাম্বলিকে কী চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সচিন, জেনে নিন ....
Mr. Kambli, I challenge you to do the rap of my song #CricketWaliBeat!
You have 1 week. @vinodkambli349 pic.twitter.com/8zU1tVG0mh— Sachin Tendulkar (@sachin_rt) January 21, 2020
২০১৭ সালে সচিন তেন্ডুলকর সুন নিগমের সঙ্গে একটি গান করেছিলেন- 'ক্রিকেট ওয়ালি বিট'। বিশ্বকাপে ক্রিকেটারদের সেই গান উত্সর্গ করেছিলেন মাস্টার ব্লাস্টার। ভিডিয়ো বার্তা পোস্ট করে সচিন লিখেছেন, "মিস্টার কাম্বলি আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, এই গানের র্যাপ করতে হবে #ক্রিকেট ওয়ালি বিট! তোমার কাছে এক সপ্তাহ সময় "
Watch my & @sonunigam's #CricketWaliBeat song, a special tribute to all my fellow #WorldCup cricketers! #100MB https://t.co/rBT5GaZXgg
— Sachin Tendulkar (@sachin_rt) April 3, 2017
আসলে ওই গানে র্যাপের মাধ্যমে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম বলেছিলেন, যাঁরা ভারতের হয়ে খেলেছিলেন। এবার সেটাই কাম্বলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। চ্যালেঞ্জের ডেডলাইন ২৮ জানুয়ারি।
আরও পড়ুন - ধোনির পরিবর্ত পেয়ে গিয়েছে ভারত! কে, জানিয়ে দিলেন শোয়েব আখতার