নিজস্ব প্রতিবেদন :  আই লিগে ছুটে চলেছে ভিকুনার অশ্বমেধের ঘোড়া। রবিবার কল্যাণীতে পঞ্জাব এফসিকে হারাল মোহনবাগান। পাপা বাবাদিওয়ারা গোলে লিগ টেবিলের দু নম্বরে থাকা পঞ্জাবকে হারিয়েই, তাদের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল লিগ শীর্ষে থাকা সবুজ-মেরুন ব্রিগেড।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আই লিগের প্রথম লেগে লুধিয়ানাতে গিয়ে পঞ্জাব এফসি-র সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মোহনবাগান। এবার আই লিগের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই ঘরের মাঠে ডিকাদের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। কল্যাণীতে আই লিগ টেবিলের এক বনাম দুয়ের লড়াই ছিল জমজমাট। শুরু থেকেই আক্রমণাক ফুটবল খেলতে শুরু করে বাবা-বেইতিয়া-ফ্রানরা। পাল্টা আক্রমণ শানাতে থাকেন ডিকা-সঞ্জু- লোবোরা। বিরতির আগেই অবশ্য এগিয়ে যায় মোহনবাগান। পাপা বাবাদিওয়ারার গোলে ৪২ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান।


আরও পড়ুন - সমর্থকদের পাশে না পেয়ে এবার সোশ্যাল মিডিয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল!


দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় পঞ্জাবের দলটি। একের পর এক কর্নার আদায় করে নেয় তারা। কিন্তু গোল শোধ করতে পারেনি। উল্টোদিকে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান। শেষ পর্যন্ত বাবার গোলেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান। ১১ ম্যাচ শেষে মোহনবাগানের পয়েন্ট ২৬। পঞ্জাবের পয়েন্ট ১৭।