নিজস্ব প্রতিবেদন: মাত্র তিন দিন আগে শুরু হওয়া আই-লিগ (I-League) এবার স্থগিত হতে চলেছে করোনার (Covid-19) কারণে! এমনটাই রিপোর্ট পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে যে, কলকাতায় বায়ো-বাবলে থাকা সত্ত্বেও কম করে ১৫ জন ফুটবলারের শরীরে কোভিড বাসা বেঁধেছে! মনে করা হচ্ছে দুই সপ্তাহের জন্য বন্ধ থাকতে পারে এই টুর্নামেন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Virat Kohli: সতীর্থ ফিরে এলেন মাঠে, কোহলি বললেন 'অবশেষে Rock-এর প্রত্যাবর্তন!'



নিউটাউনের এক হোটেলে রিয়াল কাশ্মীর (Real Kashmir FC) ছাড়াও আরও পাঁচটি দল রয়েছে। কাশ্মীরের ফুটবলারদের মধ্যে ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মহামেডানেরও একজন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। ১৩ দলীয় লিগে অনান্য দল থেকেও আরও ৬ জনের শরীরে করোনা বাসা বেঁধেছে বলেই জানা যাচ্ছে। লিগ স্থগিত হতে পারে এমন খবর দলগুলির কাছে পৌঁছে গিয়েছে। তবে বুধবার দুপুরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই বিষয়ে বৈঠকে বসবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আই-লিগের তরফে টুইট করে এই বিবৃতি দেওয়া হয়েছে। গত মরশুমেও করোনা থাবা বসিয়েছিল আই-লিগে। গত মরশুম থেকেই আই-লিগে খেলছে না কলকাতার দুই প্রধান-ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ফলে আই লিগ কিছুটা হলেও সেই জৌলুস হারিয়েছে। তবে গোকুলাম, চার্চিল ব্রাদার্স, ট্রাউয়ের মতো টিমগুলো লিগে নতুন মাত্রা যোগ করছে লিগে। এবারের আই-লিগে তিনটে নতুন টিম খেলছে। অন্ধ্রপ্রদেশের টিম শ্রীনিদি ডেকান এফসি, রাজস্থান ইউনাইটেড এফসি ও কেঁকরে এফসি রয়েছে।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App