ওয়েব ডেস্ক: মুম্বইতে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সঙ্গে বৈঠকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল বলেছিলেন আই লিগই দেশের এক নম্বর লিগ থাকবে। এএফসির সঙ্গে বৈঠক করে দেশে ফিরেও নিজের অবস্থান থেকে সরলেন না ফেডারেশন সভাপতি। প্রফুল প্যাটেল জানিয়েছেন, আগামী দিনেও আই লিগই প্রধান লিগ হতে চলেছে। আর সেই লিগের চ্যাম্পিয়ন টিম এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পাবে। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও বেঙ্গলুরু এফসি শেষ পর্যন্ত আইএসএলে খেললেও আই লিগই এক নম্বর লিগ থাকবে বলে ফেডারেশন সভাপতি আশ্বাস দিয়েছেন। এত কিছু বললেও হাওয়ায় একটা কথা ভাসিয়ে রেখেছেন প্রফুল প্যাটেল। যা ধন্ধ বাড়িয়েছে কিছুটা। এএফসি কাছ থেকে আইএসএলের স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় ফেডারেশন। এএফসির সবুজ সংকেত চলে এলে টপ লিগের মানেই বদলে যেতে পারে। (আরও পড়ুন-গোমেস, ভিদালকে সরাতে হবে, তাহলেই বার্সাতে থাকবেন মেসি )