গোমেস, ভিদালকে সরাতে হবে, তাহলেই বার্সাতে থাকবেন মেসি

বার্সেলোনায় থাকতে এবার নতুন শর্ত দিলেন লিওনেল মেসি। বর্তমান দলের বেশ কয়েকজন ফুটবলারকে সামনের মরশুমের দল থেকে বাদ না দেওয়া পর্যন্ত নতুন চুক্তিতে সই করতে চাইছেন না এলএম টেন। বার্সার দেওয়া নতুন চুক্তিপত্রে এখনও পর্যন্ত সই করেননি ফুটবলের যুবরাজ। মেসির বাবা তথা এজেন্টের সঙ্গে ক্যাটালিয়ান্স ক্লাবের কর্তারা বৈঠক করলেও সমাধানসূত্র বেড়োয়নি। বার্সায় থাকতে আগেই বিরাট পরিমান অর্থ দাবি করেছিলেন বাঁ পায়ের এই ম্যাজিশিয়ান। এবার নতুন দাবি পেশ করেছেন মেসি। তার মতে আন্দ্রে গোমেস, অ্যালেক্সি ভিদাল, পাকো আলকাসারদের বার্সেলোনার জার্সি গায়ে খেলার যোগ্যতাই নেই। তাদেরকে আগে সরাতে হবে। একই সঙ্গে বার্সার পুরো কোচিং টিমেই বদল চাইছেন মেসি। 

Updated By: May 19, 2017, 06:55 PM IST
গোমেস, ভিদালকে সরাতে হবে, তাহলেই বার্সাতে থাকবেন মেসি

ব্যুরো: বার্সেলোনায় থাকতে এবার নতুন শর্ত দিলেন লিওনেল মেসি। বর্তমান দলের বেশ কয়েকজন ফুটবলারকে সামনের মরশুমের দল থেকে বাদ না দেওয়া পর্যন্ত নতুন চুক্তিতে সই করতে চাইছেন না এলএম টেন। বার্সার দেওয়া নতুন চুক্তিপত্রে এখনও পর্যন্ত সই করেননি ফুটবলের যুবরাজ। মেসির বাবা তথা এজেন্টের সঙ্গে ক্যাটালিয়ান্স ক্লাবের কর্তারা বৈঠক করলেও সমাধানসূত্র বেড়োয়নি। বার্সায় থাকতে আগেই বিরাট পরিমান অর্থ দাবি করেছিলেন বাঁ পায়ের এই ম্যাজিশিয়ান। এবার নতুন দাবি পেশ করেছেন মেসি। তার মতে আন্দ্রে গোমেস, অ্যালেক্সি ভিদাল, পাকো আলকাসারদের বার্সেলোনার জার্সি গায়ে খেলার যোগ্যতাই নেই। তাদেরকে আগে সরাতে হবে। একই সঙ্গে বার্সার পুরো কোচিং টিমেই বদল চাইছেন মেসি। 

 

.