পন্টিং আর ধোনির মধ্যে সেরা কে? বাছলেন শাহিদ আফ্রিদি
অধিনায়ক হিসেবে দুটি করে বিশ্বকাপ জিতেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ভারতের মহেন্দ্র সিং ধোনি।
নিজস্ব প্রতিবেদন: অধিনায়ক হিসেবে দুটি করে বিশ্বকাপ জিতেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ভারতের মহেন্দ্র সিং ধোনি। পন্টিং আর ধোনির মধ্যে তুলনা করতে গেলে কে এগিয়ে থাকবেন? প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির মতে পন্টিং-এর চেয়ে এগিয়ে ভারতের ধোনি। এর পিছনে যুক্তিও তুলে ধরেছেন তিনি।
রিকি পন্টিং অবশ্য অস্ট্রেলিয়ার টানা তিনবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ১৯৯৯ সালে স্টিভ ওয়ার নেতৃত্বাধীন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পন্টিং। ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপে পন্টিংয়ের নেতৃত্বে বিশ্বকাপ জেতে অজিরা। অন্যদিকে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিতে এসে বাজিমাত করেন মহেন্দ্র সিং ধোনি। ২০১১ সালেও দেশের মাটিতে ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ এনে দেন সেই ধোনি।
টুইটারে সমর্থকদের সঙ্গে চ্যাট শো-তে শাহিদ আফ্রিদির কাছে এক সমর্থক জানতে চান, পন্টিং এবং ধোনির মধ্যে কাকে আপনি সেরা অধিনায়ক মনে করেন?
জবাবে প্রাক্তন পাক অধিনায়ক বলেন, "আমি পন্টিং এর চেয়ে ধোনিকে এগিয়ে রাখব। কারণ, ধোনি তরুণদের নিয়ে গড়া একটা দলকে নিয়ে বিরাট সাফল্য পেয়েছিল।"
আরও পড়ুন - করোনা সংক্রমণ থেকে ক্রিকেটারদের বাঁচাতে তৈরি বায়ো-বাবল! সেটা কী জানেন?