নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেক। ডনের দেশে ওপেনার হিসেবে ভরসা দিয়েছেন। প্যাট কামিন্স-জস হ্যাজেলউড-মিচেল স্টার্কদের বাউন্সার থেকে বিদ্যুৎ গতি অনায়াসে সামলেছেন শুভমান গিল। কিন্তু কীভাবে? দেশে ফিরে সে গল্পই শোনালেন পঞ্জাব তনয়। ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেই পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন শুভমান গিল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেলবোর্নে টেস্ট অভিষেক। ওপেনার শুভমান গিল অস্ট্রেলিয়ায় তিন টেস্টে করেছেন ২৫৯ রান। তার মধ্যে গাব্বায় দ্বিতীয় ইনিংসে ৯১ রান করেন তিনি।


ছোট থেকেই শর্ট বল খেলাটাকে রপ্ত করেছেন শুভমান গিল চোট পেয়েছেন অনেকবার। কিন্তু পিছিয়ে পড়েননি। এই প্রসঙ্গে তিনি বলেন, "মাত্র ৯ বছর বয়স থেকে লাল বলে অনুশীলন করে আসছি। পাড়ার সিনিয়র দাদাদের সঙ্গে খেলতাম।  ওদের অনেকই খুব জোরে বল করত। সেই বল গায়ে মাথায় লাগত। ভয় পেলেও খেলেছি। যত আঘাত পেয়েছি, ততই মনোবল শক্ত হয়েছে। আমি কঠোর পরিশ্রম করে গেছি শুধু।"


আরও পড়ুন - ISL 2020-21: এক যুগ পর লাল-হলুদে Subrata Paul, লোনে হায়দরাবাদে Sankar Roy


শুভমান বলেন, "ছোটবেলা থেকে সিমেন্টের পিচে ভেজা টেনিস বলে অনুশীলন করতাম। সেই কারণে ব্যাকফুট, স্কোয়ার কাট, হুক, পুল করতে কোনও সমস্যা হয় না। তবে শরীরের দিকে আসা বলে শর্ট বলে খেলতে সমস্য়া হত। তাই একটু পিছনে শরীর নিয়ে গিয়ে ওই বল খেলতাম। এভাবেই শর্ট বল খেলা অভ্যাস করেছি। "  


এমনকী শুভমান জানান, ছোটবেলায় তাঁর থেকে লম্বা উইকেট পুঁতে খেলতেন তিনি। এমনকী তাঁর বাবা নাকি বলতেন যে শুভমানকে আউট করতে পারবেন তাঁকে ৫০-১০০ টাকা পুরস্কার দেবেন। কিন্তু কেউই আউট করতে পারত না শুভমানকে। সেই টাকা শুভমান পেয়ে যেত।


আরও পড়ুন - কলকাতায় অ্যাকাডেমি গড়ার নামে টাকা তোলা, কিছুই জানতেন না Dhoni?