নিজস্ব প্রতিবেদন: অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হলেন শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়া। সম্প্রতি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ২৫ বছর বয়সী লঙ্কান স্পিনার আকিলার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। আইসিসি-র নির্দেশে বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়। তারপর এই শাস্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি দু বছরের মধ্যে দুবার ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে নিষিদ্ধ হন, তাহলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে এক বছর নির্বাসিত থাকতে হয়। বোলিং অ্যাকশন শুধরে নিলেও এই এক বছরের মধ্যে আর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আর বোলিং করতে পারবেন না।



২০১৮ সালে ডিসেম্বর মাসে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে আকিলা ধনঞ্জয়ার। এরপর ২০১৯ সালে কিউইদের বিরুদ্ধে গল টেস্টে আবারও সেই প্রশ্ন উঠে আসে। ২৯ অগাস্ট চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত ল্যাবে বোলিংয়ের পরীক্ষা দেন তিনি। তাতেও অবৈধ বোলিং অ্যাকশন ধরা পড়েছে। ১২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আকিলা ধনঞ্জয়াকে।


আরও পড়ুন - চারটে বিশ্বকাপ খেলা এই তারকা ফুটবলার এবার খেলবেন আইএসএলে