চারটে বিশ্বকাপ খেলা এই তারকা ফুটবলার এবার খেলবেন আইএসএলে
গত দু বছরে সেরকম বড় মানের তারকা ফুটবলার না এলেও এবার আইএসএলে আসছেন সুপারস্টার।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ফুটবলে দলবদলে সবচেয়ে বড় চমক দিল আইএসএলে-র দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। গত দু বছরে সেরকম বড় মানের তারকা ফুটবলার না এলেও এবার আইএসএলে আসছেন সুপারস্টার। আসন্ন আইএসএলে ঘানার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ৩৩ বছর বয়সী আসামোয়া গিয়ানকে সই করাল জন আব্রাহামের দল।
Airline Baby Jet
Next destination NorthEastWelcome to Sarusajai, @ASAMOAH_GYAN3! #WelcomeGyan#StrongerTogether pic.twitter.com/Djk3xMQsMl
— NorthEast United FC (@NEUtdFC) September 19, 2019
মাত্র ১৭ বছর বয়সে ঘানার জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল আসামোয়া গিয়ানের। ২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০১৮ - চারটে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১০ বিশ্বকাপে ঘানাকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন গিয়ান। ৬টি গোল করে বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ এবং সিরি-আ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে গিয়ানের।
চলতি বছরের মে মাসে জাতীয় দল থেকে অবসর নেন আসামোয়া গিয়ান। এবার তিনি আসছেন ভারতে খেলতে। আইএসএলে খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন।
আরও পড়ুন - টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেলেন বজরঙ পুনিয়া