নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী ক্রিকেটে অভিনব উদ্যোগ নিল ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। কয়েকদিন আগেই টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি- ক্রিকেটের তিন ফরম্যাটেই দশকের সেরা ক্রিকেটার বেছে নেয় আইসিসি। এবার থেকে মাসের সেরা ক্রিকেটারকেও পুরস্কৃত করবে ক্রিকেটের নিয়ামক সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বুধবার আইসিসি টুইট করে জানিয়েছে, এবার থেকে মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করা হবে। এক্ষেত্রে তিন ফরম্যাটের বিশেষ কোনও ফরম্যাট থেকে বাছাই হচ্ছে না। তিন ফরম্যাট মিলিয়ে যে ক্রিকেটার ভালো পারফর্ম করবেন তাঁকেই আইসিসি-র পক্ষ থেকে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করা হবে। শুধমাত্র পুরুষদের নয় মহিলা ক্রিকেটারদের মাসের সেরা বেছে নেওয়া হবে ভোটের মাধ্যমে।


আরও পড়ুন - ম্যাচ গড়াপেটার দায়ে নির্বাসিত UAE-র দুই ক্রিকেটার!


মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে ফ্যানরা ভোট দিতে পারবেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেট ফ্যানদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার, ব্রডকাস্টার এবং সাংবাদিকদের মতামতের ভিত্তিতে প্রতি মাসের দ্বিতীয় সোমবার আইসিসি-র তরফে আগের মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।


আরও পড়ুন - দেশে ফিরেই MS Dhoni-র কাছে ছুটলেন Rishabh Pant