নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ওয়ানডে ব়্য়াঙ্কিংয়ে (ICC ODI Rankings) নিজের জায়গা ধরে রেখেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা যে তালিকা প্রকাশ করেছে সেখানে ভারত অধিনায়ক রয়েছেন তিন নম্বরে। কিন্তু ২ নম্বরে থাকা বিরাট কোহলির (Virat Kohli) অনেকটা কাছে চলে এসেছেন 'হিটম্যান'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোহিত ঝকঝকে ফিফটি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট পেয়ে গিয়েছেন। কোহলির রেটিং পয়েন্ট ৮২৮। রোহিতের ঝুলিতে ৮০৭। মাত্র ২১ পয়েন্টের ফারাক প্রাক্তন ও বর্তমান ভারত অধিনায়কের মধ্যে। অন্যদিকে একেই রয়ে গিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। ৮৭৩ রেটিং পয়েন্ট তাঁর ঝুলিতে। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি অক আছেন চারে (৭৮৩ পয়েন্ট)। পাঁচে অস্ট্রেলিয়ার অ্য়ারন ফিঞ্চ (৭৭৯ পয়েন্ট)। প্রথমে দশে চলে এসেছেন ইংল্যান্ড দলের টেস্ট অধিনায়ক জো রুট। তিনি আছেন ১০-এ। রেটিং পয়েন্ট ৭৪০। পাকিস্তানের ফখর জামান এসেছেন ৯ নম্বরে।


আরও পড়ুন: IPL 2022: কেন Virat Kohli-র হাতে RCB-র ব্যাটন দেখতে চাইছেন Harbhajan Singh? জানতে পড়ুন



বোলারদের তালিকায় প্রথম দশে কোনও পরিবর্তন নেই। ভারতীয় পেস মহাতারকা জসপ্রীত বুমরা সাতেই রয়ে গিয়েছেন। অলরাউন্ডারদের মধ্যে রবীন্দ্র জাদেজা আছেন আট নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হাফ-সেঞ্চুরি করে চার ধাপ এগিয়ে প্রথম কুড়িতে চলে এসেছেন। ওমানের জতিন্দর সিং দারুণ লাফ দিয়েছেন ব়্য়াঙ্কিংয়ে। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। এই সিরিজ বিশ্বকাপের দ্বিতীয় লিগের অংশ। জতিন্দর ২৬ ধাপ এগিয়ে প্রথম ১০০ জন ব্যাটারের মধ্যে এসেছেন। জতিন্দর ওই সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানশিকারি হয়েছেন। ২৩ ম্যাচে করেছেন ৫৯৪ রান।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App