জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর মাত্র ১০০ দিন। ৫ অক্টোবর থেকে শুরু হবে আসন্ন বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। মঙ্গলবার অর্থাৎ ২৭ জুন, কাপ যুদ্ধের সূচি প্রকাশ করল আইসিসি। এমনই প্রেক্ষাপটে স্মৃতিতে ডুব দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। টিম ইন্ডিয়া (Team India) বিশ্বকাপের লিগ পর্বে মোট নয়টি ভেন্যুতে খেলবে। তবে রোহিত শর্মার (Rohit Sharma) সবচেয়ে বড় সৈনিক কিন্তু ফের একবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) নামতে মুখিয়ে আছেন। কারণটাও জানিয়ে দিলেন 'কিং কোহলি' (King Kohli)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশে একাধিক ভেন্যু থাকতে কিন্তু কেন তিনি মুম্বইকে বেছে নিলেন? আসলে ২০১১ সালের ২ এপ্রিল, মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই রাতে শ্রীলঙ্কার (Sri Lanka) ২৭৫ রান তাড়া করতে নেমে, ৬ উইকেটে ম্যাচ জিতে যায় 'মেন ইন ব্লু' ব্রিগেড। ২৩ বছরের বিরাট সেই মেগা ফাইনালে দারুণ শুরু করেও, ৪৯ বলে ৩৫ রানে ফিরে যান। দুরন্ত মেজাজে তাঁর ক্যাচ ধরেছিলেন তিলকরত্নে দিলশান (Tillakaratne Dilshan)। তবে আউট হওয়ার আগে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে তৃতীয় উইকেটে মূল্যবান ৮৩ রান যোগ করেছিলেন বিরাট। সেটাও ছিল ম্যাচের জয়ের অন্যতম ভিত। কারণ বড় রান চেজ করতে নেমে দুই ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) ও সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) দ্রুত ফিরে যান। 



আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর, আহমেদাবাদেই 'মাদার অফ অল ব্যাটল'! ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, জানিয়ে দিল আইসিসি


আরও পড়ুন: Eden Gardens, ICC ODI World Cup 2023: সেমি ফাইনালের সঙ্গে ভারত, পাকিস্তান, বাংলাদেশের কটা ম্যাচ পেল ক্রিকেটের নন্দন কানন?


সেই ম্যাচকে মনে করে বিরাট বলেন, "আমি তো মুম্বইতে খেলার জন্য মুখিয়ে আছি। কারণ ২০১১ সালে বিশ্বকাপ জয়ের সেই রাত এখনও ভুলতে পারি না। তাই আমি ফের একবার সেই দৃশ্য চোখের সামনে দেখতে চাই। সেই মুহূর্তগুলো আবার উপভোগ করতে চাই।" 


সবকিছু ঠিকঠাক থাকলে কেরিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামবেন বিরাট। ২০১১ সালে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর কাপ যুদ্ধের মঞ্চে অভিষেক ঘটেছিল। এখনও পর্যন্ত ২৬টি বিশ্বকাপের ম্যাচে ১০৩০ রান করেছেন। সঙ্গে রয়েছে ২টি শতরান। গড় ৪৬.৮১। 


তবে বিরাট নিজের পছন্দের ভেন্যু খোলামেলা ভাবে জানালেও, ভারত অধিনায়ক রোহিত কিন্তু নিজের আবেগ আগলে রেখেছেন। তিনি বলেন, "ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছোট থেকে খেলেছি। এই মাঠকে নিয়ে আমার আলাদা আবেগ তো আছেই। তবে তাই বলে দেশের অন্য ভেন্যুগুলোকে অবজ্ঞা করার উপায় নেই। কারণ প্রত্যেক ভেন্যুতেই কিছু না কিছু স্মৃতি আছে।" 


মুম্বই ছাড়াও চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, পুনে, ধর্মশালা, লখনউ, বেঙ্গালুরু ও কলকাতায় কাপ যুদ্ধের একাধিক ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। লিগ পর্বে ভালো পারফরম্যান্স করলে থাকবে ফের একবার ওয়াংখেড়ে ও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলার সুযোগ। এরমধ্যে ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচও বিরাটের কাছে স্পেশাল। কারণ সে দিন যে বিরাট ৩৫ বছরে পা দেবেন। 


একনজরে দেখে নিন টিম ইন্ডিয়ার ক্রীড়াসূচি 


ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই


ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি


ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ


ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে


ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা


ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ


ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা


ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)