Jasprit Bumrah | ICC Rankings : `বুম...বুম` পারফরম্যান্সে বুমরা এখন বিশ্বের এক নম্বর বোলার
`বুম...বুম` বোলিংয়েই বুমরা এখন বিশ্বের এক নম্বর বোলার।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে আগুন ঝলসেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর ওয়ানডে কেরিয়ারের সেরা পারফরম্যান্স করেছেন তিনি। ৭.২ ওভারে মাত্র ১৯ রানের দিয়ে ৬টি উইকেট নিলেন তিনি। যা ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় পেসার হিসেবে সর্বকালের সেরা বোলিং পরিসংখ্যানের নজির। বুমরার গতির দাপটে ইংল্যান্ড মাত্র ১১০ রানে গুটিয়ে যায়।
এহেন 'বুম...বুম' বোলিংয়েই বুমরা এখন ফের বিশ্বের এক নম্বর বোলার। বুধবার জানিয়ে দিল আইসিসি ( ICC)। আহমেদাবাদের বছর আঠাশের জোরে বোলার তিন ধাপ উঠে এসেছেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে (Trent Boult) সরিয়ে মগডালে উঠে এলেন ভারতীয় দলের তিন ফরম্যাটের এক নম্বর পেসার। পাকিস্তানের শাহিন আফ্রিদি (Shaheen Afridi) নেমে এসেছেন তিনে। চারে অজি পেসার জোশ হ্যাজেলউড ও পাঁচে আফগানিস্তানের মুজিবউর রহমান।
দলগত ক্রমতালিকাতেও ভারত এগিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে ভারত আইসিসি-র ক্রমতালিকায় ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে ছিল। ইংল্যান্ডকে হারাতেই রেটিং পয়েন্টে হয়ে গেল ১০৬। আর এর সঙ্গেই ভারত পিছনে ফেলে দিল পাকিস্তানকে। ইন্ডিয়া এখন বিশ্বের তিন নম্বর ওয়ানডে টিম। বাবর আজমরা নেমে এলেন চারে। এই মুহূর্তে একে নিউজিল্যান্ড (১২৬ রেটিং পয়েন্ট), দুয়ে ইংল্যান্ড (১২২ রেটিং পয়েন্ট)।
অন্যদিকে সূর্যকুমার যাদব এখন বিশ্বের ৫ নম্বর টি-২০ ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে গত রবিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে সূর্যকুমারের ব্যাট থেকে এসেছিল ১১৭ রানের ঝকঝকে ইনিংস। এই পারফরম্যান্সের সুবাদেই সূর্যকুমার টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে ৪৪ ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন।
আরও পড়ুন: Rohit Sharma: রোহিতই প্রথম করে দেখালেন, এর আগে পারেননি কোনও ভারতীয়!
আরও পড়ুন: ICC ODI Team Rankings: ভারত ১০ উইকেটে হারাল ইংল্যান্ডকে, বিরাট ধাক্কা খেল পাকিস্তান!
আরও পড়ুন: Jasprit Bumrah, ENG vs IND: কখন বুঝেছিলেন সাফল্য পাবেন? জানালেন ম্যাচের সেরা বুমরা