নিজস্ব প্রতিবেদন: সেমিফাইনালে ভারতের দেওয়া টার্গেটের সামনে এমনিতেই চাপে ছিল পাকিস্তান। তার উপরে ইশান পোড়েলের বিধ্বংসী বোলিংয়ের সামনে হুড়মুড়িয়ে ভঙে পড়ল পাক যুব দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্রাইস্টচার্চের পিচে স্যুইং ছিল বেশ ভালোই। আর ভারতীয় বোলাররা টুর্নামেন্টে আগাগোড়া বেশ ভালো ফর্মে ছিলেন। সেটাই ফের প্রমাণ করলেন বাংলার ইশান পোড়েল। তাঁর বিধ্বংসী পেসের সামনে গুটিয়ে গেল পাক ব্যাটিং অর্ডার। মাত্র ৬ ওভার বল করে ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন ইশান।
পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটসমানরা ‌যখন ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছেন, সেসময় একের পর এক আঘাত হানেন ইশান। মূলত তাঁর দাপটেই ৬৯ রানে গুটিয়ে ‌যায় পাক ইনিংস।


আরও পড়ুন-অতিরিক্ত ডাল চাওয়ায়, ছাত্রের মুখে আগুন গরম ডাল ঢাললেন মিড ডে মিল কর্মী


উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনালে ২৭২ রান করে ভারত। মাত্র ৯৪ বল খেলে ১০২ রান করেন শুভমান গিল। জবাবে ব্যাট করতে নেমে ক্রিজে দাঁড়াতেই পারেননি পাক ব্যাটসম্যানরা। শেষপ‌র্যন্ত ২০৩ রানে পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হয় পাকিস্তান। ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া।