নিজস্ব প্রতিবেদন: চলতি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দলটা এমনিতেই চেগে রয়েছে। তবে ফাইনাল বলে কথা। তাও আবার প্রতিপক্ষ ইংল্যান্ড। এমন চাপের ম্যাচের আগে গত ৩ ফেব্রুয়ারি বিরাট কোহলির ‘পেপটক’ পেয়েছিল যশ ধুলের যুব দল। ভারতের প্রাক্তন অধিনায়কের সেই ‘বিরাট’ বার্তা যুব দলের প্রতিটি সদস্যের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। মেগা ম্যাচের আগে সেটা জানিয়ে দিলেন ফর্মে থাকা যশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে যশ বলেন, “বিরাট কোহলি আমাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো শুনে আমাদের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়েছে।“ কী পরামর্শ দিয়েছিলেন বিরাট? যশ আরও যোগ করেন, “বিরাট ভাইয়া আমাদের চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। এটা ফাইনাল ভেবে বাড়তি চাপ না নিতে বারণ করেছেন। আমরা চলতি প্রতিযোগিতায় খোলা মনে খেলে গত ম্যাচগুলো খেলে এসেছি। ঠিক সেই খোলা মনেই এই ম্যাচটা খেলার পরামর্শ দিয়েছেন।“




২০০৮ সালে কোহলির নেতৃত্বে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। এরপর ২০১২ সালে উন্মুক্ত চাঁদের অধিনায়কত্বে এসেছিল ট্রফি। ২০১৮ সালে শেষ হাসি হেসেছিল পৃথ্বী শাহের দল। এ বার যশ ধুলের দলকে ঘিরে সেই স্বপ্ন দেখতে শুরু করেছে আসমুদ্র হিমাচল।


আরও পড়ুন: INDvsWI: টিম মিটিং করছেন Rohit Sharma, মুখ ঘুরিয়ে অদ্ভুত মেজাজে Virat Kohli, ছবিতে দেখুন


আরও পড়ুন: INDvsWI: ১০০০তম একদিনের ম্যাচ খেলতে নামার আগে Team India-কে শুভেচ্ছা জানালেন Sachin Tendulkar



আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ২৪ বছর পর ফাইনালে গিয়েছে ইংল্যান্ড। ভারতের কাজ যে খুব সহজ হবে না সেটা বুঝে গিয়েছেন শেখ রশিদ-রবি কুমাররা। তবুও নিজেদের সেরা উজাড় করে দিতে মরিয়া কোহলিদের ভবিষ্যৎ প্রজন্ম।



আইসিসির সঙ্গে কথোপকথনে ধুল বলেন, “আমাদের কেউ তারকা নয়। আমরা একসঙ্গে খেললেই জিততে পারব। দল হিসেবে আমরা এখনও পর্যন্ত দারুণ পারফর্ম করেছি। আমাদের প্রতিটি ম্যাচ নিয়েই ভাবি। সেই মানসিকতা নিয়ে ফাইনাল খেলব। আমরা আমাদের স্বাভাবিক খেলাটি খেলব এবং মাঠে আমাদের ১০০ শতাংশ দেব।“


ভারত এখনও পর্যন্ত ২০০০, ২০০৮, ২০১২, এবং ২০১৮ সালে মোট চারবার এই কাপ জিতেছে। এখন রেকর্ড পঞ্চমবার ট্রফি জিতে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইতিহাস গড়ার লক্ষ্যে যশ ধুলের সতীর্থরা।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App