নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটে এখন খুশির হাওয়া। পঞ্চমবারের জন্য় যুব বিশ্বকাপ (ICC U19 World Cup) জিতেছে যশ ধুলের (Yash Dhull) টিম ইন্ডিয়া। রাজ অঙ্গদ বাওয়ার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে, অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বভাবতই ভারতের যুব দলের দুরন্ত ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রাক্তন মহারথীরা। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) থেকে বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) ভূয়সী প্রশংসা করেছেন যশদের। সৌরভ টুইট করে জানিয়ে দিলেন যে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রতিটি সদস্য ৪০ লক্ষ টাকা করে পাবেন। নগদ অর্থের উপহার দিচ্ছে বিসিসিআই।


আরও পড়ুন: Lata Mageshkar: ধোনি যেন অবসর না নেন! অনুরোধ করেছিলেন লতা, সাক্ষী টুইটার








সৌরভ লেখেন, "অনূর্ধ্ব-১৯ দলকে শুভেচ্ছা। সাপোর্ট স্টাফ ও নির্বাচকদেরও ধন্যবাদ জানাই অসাধারণ ভাবে বিশ্বকাপ জেতার জন্য়। আমরা ঠিক করেছি দলের সকল সদস্যকে ৪০ লক্ষ টাকা করে দেব। এটা একটা প্রশংসাসূচক ছোট্ট টোকেন আমাদের পক্ষ থেকে। যদিও তাদের এই প্রয়াস কখনই অর্থ দিয়ে মূল্যায়ন করা যায় না। দুর্দান্ত জয়।" বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা সৌরভ এবং জয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন যে, ক্রিকেটারদের এই অর্থ ভাল খেলার জন্য অনুপ্রাণিত করবে। বীরেন্দ্র শেহওয়াগ ও যুবরাজ সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটাররাও যশদেরকে শুভেচ্ছা জানিয়েছেন অনবদ্য ক্রিকেট উপহার দেওয়ার জন্য।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App