নিজস্ব প্রতিবেদন: ফাইনালে লড়াই তো দূর, প্রতিরোধও গড়ে তুলতে পারল না অস্ট্রেলিয়া। হাসতে হাসতে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ট্রফি হাতে নিল 'বয়েজ ইন ব্লু'। আর বড় ম্যাচে জ্বলে উঠলেন মনজ্যোত্ কালরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে এবার একটাও ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। শনিবার ফাইনালেও চ্যাম্পিয়নের মতো শুরু করেছিল পৃথ্বী শাহের ছেলেরা। অস্ট্রেলিয়াকে ২১৬ রানে বেঁধে রাখার পর ওপেনিংয়ে নামেন অধিনায়ক পৃথ্বী শাহ ও মনজ্যোত কালরা। অনেকেই বলে থাকেন, পৃথ্বীর ব্যাটিংয়ে সচিন তেন্ডুকলরের ছোঁয়া রয়েছে। আর শনিবার বাঁ হাতি কালরা মনে করালেন, যুবরাজ সিংকে। ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি হাঁকালেন মনজ্যোত। ১০২ বলে করলেন ১০১ রান। তাঁর ইনিংস সাজানো ৮টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে। 


আরও পড়ুন- অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকাকে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
 


১৯ পেরানোর আগেই পরিণত ব্যাটিং করেছেন মনজ্যোত কালরা। ফাইনালে স্নায়ুর চাপের সঙ্গেও মোকাবিলা করতে হয়। কিন্তু, নিজের স্বাভাবিক খেলায় দলকে জয়ের গণ্ডি পার করিয়েছেন মনজ্যোত কালরা। ভারতের ক্রিকেট ভবিষ্যত যে যথেষ্ট উজ্জ্বল তা দেখিয়ে দিলেন রাহুল দ্রাবিড়ের ছেলেরা।