Jemimah Rodrigues, ICC Womens T20 World Cup 2023: কার আদর্শে অনুপ্রাণিত হয়ে পাক বধ করলেন এক সময় `ব্রাত্য` থাকা জেমাইমা? জেনে নিন
Jemimah Rodrigues: জেমাইমা বিপক্ষের উপর চাপ বজায় রাখলেন। চতুর্থ উইকেটে ৫৮ রান যোগ করে ভারতের জয় নিশ্চিত করেন। দুরন্ত মেজাজে শতরানের জন্য ম্যাচের সেরা হলেন জেমাইমা। রিচা ২০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটা সময় তাঁকে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা হত। জেমাইমা রড্রিগেজ (Jemimah Rodrigues) সম্পর্কে লেখা হয়েছিল, 'ইনস্টায় হিরো, মাঠে জিরো!' খারাপ পারফরম্যান্সের জন্য একটা সময় জাতীয় দল থেকে বাদ গিয়েছিলেন। সেই জেমাইমা লড়াকু ইনিংস খেলে চলতি টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের (ICC Womens T20 World Cup 2023) প্রথম ম্যাচেই পাকিস্তানকে (Pakistan Womens Cricket Team) বধ করলেন। বঙ্গতনয়া রিচা ঘোষের (Richa Ghosh) সঙ্গে জুটি বেঁধে দলের জয় নিশ্চিত করে দেন জেমাইমা। একটা সময় মনে হচ্ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ম্যাচ জিতে মাঠ ছাড়বে। তবে চাপের মুখে ৩৮ বলে ৫৩ রানে অপরাজিত থেকে নিউল্যান্ডসের কেপটাউন স্টেডিয়ামের বাইশ গজে রাজত্ব করলেন এক সময় 'ব্রাত্য' থাকা ভারতের মহিলা দলের (Indian Womens Cricket Team) এই ম্যাচ উইনার। এবং ম্যাচের সেরা হয়ে জানিয়ে দিলেন বিরাট কোহলির (Virat Kohli) একটা ইনিংস তাঁকে উদ্বুদ্ধ করেছিল।
ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেমাইমা বলেন, "ভারত-পাকিস্তান ম্যাচে সবসময় আলাদা চাপ থাকে। সেটা অস্বীকার করার উপায় নেই। ছোটবেলা থেকে অনেক ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখেছি। তাছাড়া মাত্র কয়েক মাস আগে বিরাট কোহলি এমনই একটা ইনিংস খেলে পাকিস্তানকে একা হাতে হারিয়ে দিয়েছিলেন। সেই ইনিংস আমাকে খুবই উদ্বুদ্ধ করেছিল। আমি সেভাবেই ম্যাচটা দলকে জেতাতে চেয়েছিলাম। আর সেটা করতে পেরেছি বলেই দারুণ লাগছে।"
আরও পড়ুন: BGT 2023: ধর্মশালার বদলে কোন ভেন্যুতে তৃতীয় টেস্ট খেলবে রোহিতের টিম ইন্ডিয়া? জেনে নিন
১৫০ রান চেজ করা যে কোনও পিচে কঠিন। এরমধ্যে আবার চোটের জন্য খেলতে পারছেন না স্মৃতি মান্ধানা। ফলে ব্যাটারদের উপর চাপ তো থাকবেই। আর চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে রান চেজ করতে নেমে সেটাই হল। অনুর্ধ্ব মহিলা ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অধিনায়ক শেফালি ভার্মা এদিন ওপেন করতে নেমেছিল। সঙ্গী ইয়াস্তিকা ভাটিয়া। দু'জন শুরুটাও ভালো করেছিলেন। তবে দলের স্কোরবোর্ডে ৩৮ রান উঠতেই, ব্যক্তিগত ২০ বলে ১৭ রানে ফিরে যান ইয়াস্তিকা। তবে অন্যদিকে শেফালি পরিস্থিতি বুঝে ব্যাট করছিলেন। যদিও তিনি বেশিক্ষণ পিচে টিকতে পারেননি। নাশরা সান্ধুর বলে ৩৩ রানে আউট হন শেফালি। লং অনে তাঁর দারুণ ক্যাচ ধরেন সাইদ্রা আমিন। ফলে ৬৫ রানে ২ উইকেট হারায় ভারত।
পাক বোলাররা চাপে রাখলেও, ভারতীয় দলকে ভরসা দেওয়ার জন্য ক্রিজে এলেন হরমনপ্রীত কৌর। দুটি চার মেরে নিজের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছিলেন হরমন। তবে তাতে কি! অহেতুক মারতে গিয়ে ১২ বলে ১৬ রানে ফিরলেন অধিনায়ক। ফলে ৯৩ রানে ৩ উইকেট হারায় ভারত। তবে ব্যাকফুটে চলে গেলেও, বাংলার রিচা ঘোষ ও জেমাইমা রড্রিগেজ হাল ছাড়েননি। ভাগ্যের সহায় হওয়ার জন্য দু'বার বেঁচে যান রিচা। তবুও আগ্রাসী মেজাজেই ব্যাট করে যান তিনি। অন্যদিকে জেমাইমাও বিপক্ষের উপর চাপ বজায় রাখলেন। চতুর্থ উইকেটে ৫৮ রান যোগ করে ভারতের জয় নিশ্চিত করেন। দুরন্ত মেজাজে শতরানের জন্য ম্যাচের সেরা হলেন জেমাইমা। রিচা ২০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।