নিজস্ব প্রতিবেদন : ১৯৯২ সালে তাঁর নেতৃত্বেই ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। তবে ইমরান খান কখনও এশিয়া কাপ জেতাতে পারেননি পাকিস্তানকে। প্রাক্তন পাক স্পিডস্টার শোয়েব আখতার মনে করেন,  পাকিস্তানকে এবার এশিয়ার চ্যাম্পিয়ন তৈরি করার সুযোগ এসেছে ইমরানের সামনে। শুধু ক্রিকেট দলকে নয়, পুরো দেশকেই। ইমরান পাকিস্তানকে ইমরান পাকিস্তানকে 'এশিয়ার টাইগার' করে তুলবেন বলেই মনে করেন শোয়েব আখতার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - "... তোমায় আজ তিন নম্বরে ব্যাট করতে হবে'' সেদিন ধোনিকে বলেছিলেন সৌরভ!


পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাত্কারে শোয়েব বলেছেন, "আমি বিশ্বাস করি, উনি (ইমরান খান) পাকিস্তানকে এশিয়ার বাঘ বানাতে পারবেন। তবে আমরা যদি সাফল্য চাই, অবশ্যই তাঁর পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে।" প্রাক্তন পাক অধিনায়ক ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশের জাতীয় নির্বাচনে জয় লাভ করেছে। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জানা যাচ্ছে, ১৪ অগস্ট পাক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৬৫ বছর বয়সী ইমরান।


আরও পড়ুন - ইমরান খান প্রধানমন্ত্রী হবে, ছ'বছর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন গাভাসকার


১৯৯২ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার চার বছর পরেই রাজনীতিতে যোগ দেন ইমরান। তবে পিটিআই শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয় গতবারের সাধারণ নির্বাচনে। পাকিস্তান পিপলস পার্টি ওই নির্বাচনে জিতলেও পিটিআই প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। আর এবার তো ভোটে জিতেছে পিটিআই। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার অবশ্য মনে করেন, "এখন সব মতভেদ ভুলে ইমরানকে সমর্থন করা উচিত। দেশ যোগ্য নেতৃত্বের হাতে পড়েছে।" সেই সঙ্গে শোয়েব আরও বলেছেন, "আমি পুরো দেশকে এবং পিটিআইয়ের কর্মীদের অভিনন্দন জানাই। আমি নিশ্চিত, ইমরান ভাই পাকিস্তানের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবেন।"