ওয়েব ডেস্ক: আজ থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে ত্রিদেশিয় টি২০ সিরিজ। প্রথম ম্যাচে প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও আয়োজক দেশ শ্রীলঙ্কা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিরিজে তৃতীয় দল হিসাবে অংশগ্রহণ করবে বাংলাদেশ। এই সিরিজে ভারতীয় দলের ৬ সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। বদলে দলে নেওয়া হয়েছে তরুণদের। এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে নির্বাচকদের নজরে পড়ার জন্য তরুণ ক্রিকেটাররা নিজেদের ১০০ শতাংশ দেবেন বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন- শিলংয়ে ড্র করে আই লিগের খেতাবি লড়াইয়ে বিপাকে ইস্টবেঙ্গল


রোহিত শর্মার নেতৃত্বে এই সিরিজে মাঠে নামছে ভারত। খেলা দেখা ‌যাবে কোন চ্যানেলে? নিডাস ট্রফির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা হবে ম্যাচগুলি। এবার একটি নতুন চ্যানেলে দেখা ‌যাবে খেলা। 

ডি স্পোর্টস নামে এই চ্যানেলে প্রতিটি ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। এছাড়া রিস্তে সিনেপ্লেক্সেও দেখা ‌যাবে ম্যাচগুলি। 


আরও পড়ুন- আমরা ফেভারিট নই, বাংলাদেশ-শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ: রোহিত

দেখে নিন, কোন ডিটিএইচ পরিষেবায় কত নম্বরে দেখা ‌যাবে D SPORT
ডিশ টিভি - ৬৫৪
ভিডিওকন ডিটুএইচ - ৪১০
এয়ারটেল ডিজিটাল টিভি - ৩০৪
সান ডিরেক্ট - ৫১৭
রিলায়েন্স বিগ টিভি - ৫১৪
টাটা স্কাই - ৪৯৫


আরও পড়ুন- ডি'ককের সঙ্গে ওয়ার্নারের ঝামেলার আসল কারণ কী ?