IND A vs BAN A Emerging Asia Cup Semi Final 2023: সেমিতে বাংলাদেশকে ৫১ রানে হারাল যশ ধুলের ভারত, মেগা ফাইনালে ফের `মাদার অফ অল ব্যাটল`
কলম্বোর মাঠে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক সইফ হাসান। আগের ম্যাচের শতরানকারী সাই সুদর্শন শুরুটা ভালো করেন। দ্রুত রান করছিলেন তিনি। কিন্তু ২১ রান করে হাসান সাকিবের বলে আউট হয়ে যান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র দু'দিন আগে ১৯ জুলাই গ্রুপ পর্বের ম্যাচ। সেই ম্যাচে পাকিস্তান এ-কে (Pakistan A) ৮ উইকেটে হেলায় হারিয়ে সেমি ফাইনালের টিকিট অর্জন করেছিল ভারত এ (India A)। আর এবার শুক্রবার চলতি এমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমি ফাইনালে (Emerging Asia Cup Semi Final 2023) বাংলাদেশ এ-কে (Bangladesh A) ৫১ রানে হারিয়ে মেগা ফাইনালে (Emerging Asia Cup Final 2023) চলে গেল 'মেন ইন ব্লু' ব্রিগেড। অধিনায়ক যশ ধুলের (Yash Dhull) ৬৬ ও বাঁহাতি স্পিনার নিশান্ত সান্ধুর (Nishant Sindhu) ২০ রানে ৫ উইকেটের সৌজন্যে ম্যাচ জিতে মাঠ ছাড়ল ভারতীয় দল। আর এই জয়ের সুবাদে আগামী রবিবার অর্থাৎ ২৩ জুলাই, প্রতিযোগিতার মেগা ফাইনালে ফের একবার 'মাদার অফ অল ব্যাটল'-এর অপেক্ষায় থাকবে ক্রিকেট দুনিয়া।
কলম্বোর মাঠে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক সইফ হাসান। আগের ম্যাচের শতরানকারী সাই সুদর্শন শুরুটা ভালো করেন। দ্রুত রান করছিলেন তিনি। কিন্তু ২১ রান করে হাসান সাকিবের বলে আউট হয়ে যান। অপর ওপেনার অভিষেক শর্মা ৩৪ রান করে আউট হন। ২০ ওভারের মধ্যে মাত্র ৭৯ রানে ৩ উইকেট পড়ে যায় ভারতের।
ভারতের ইনিংসকে সামলান অধিনায়ক যশ ধুল। বাকিরা ব্যর্থ হলেও ৮৫ বলে ধৈর্যশীল ৬৬ রান করেন। তাঁর এই লড়াকু ইনিংস ৬টি চার দিয়ে সাজানো ছিল। শেষ দিকে মানব সুতার ২১ রান করেন। ফলে ৪৯.১ ওভারে ২১১ রানে অল আউট হয়ে যায় ভারত।
২১২ রান তাড়া করতে নেমে শুরুটা আগ্রাসী মেজাজে করেছিল বাংলাদেশ। দলের দুই ওপেনার মহম্মদ নইম ও তানজিদ হাসান দ্রুত রান করছিলেন। মাত্র ১২ ওভারে ৭০ রান হয়ে যায়। ভারতের কোনও বোলারই তাঁদের সমস্যায় ফেলতে পারছিলেন না। শেষ পর্যন্ত ৩৮ রান করে মানবের বলে আউট হন নইম। অর্ধশতরান করেন তানজিদ। ৫১ রান করে নিশান্ত সিন্ধুর বলে তিনি আউট হন। এরপর বাংলাদেশের আর কোনও ব্যাটার নিশান্ত ও মানবের বোলিংয়ের কাছে দাঁড়াতেই পারেননি। এমনকি দলের সবচেয়ে অভিজ্ঞ সৌম্য সরকার পর্যন্ত ব্যর্থ হলেন। ফলে বিপক্ষকে ১৬০ রানে গুটিয়ে দিয়ে, ৫১ রানে ম্যাচ জিতে যায় ভারত। ২০ রানে ৫ উইকেট নিলেন নিশান্ত। মানবের ঝুলিতে এল ৩২ রানে ৩ উইকেট।