জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছরই টি-টোয়েন্টি ও ৫০ ওভারের ক্রিকেটে শতরান পেয়েছিলেন। এমনকি ১২০৫ দিনের খরা মিটিয়ে টেস্ট ক্রিকেটেও শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ তিন বছরের বোঝা কাঁধ থেকে নামিয়ে দেওয়ার পর একেবারে খোলামনে রয়েছেন বিরাট। আর কয়েক ঘন্টা পরেই অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। সেই সিরিজে নামার আগে একাধিক নজির গড়ার অপেক্ষায় রয়েছেন 'কিং কোহলি' (King Kohli)। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), রিকি পন্টিংয়ের (Ricky Ponting) রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষায় রয়েছে এই মহাতারকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই মুহূর্তে ২৭১টি ম্যাচ খেলে ১২৮০৯ রানে দাঁড়িয়ে আছেন বিরাট। ১৩ হাজার রানের মাইলস্টোনে নাম লেখাতে হলে বিরাটকে আরও ১৯১ রান করতে হবে। তবেই সচিন (১৮, ৪২৬), কুমার সঙ্গাকারা (১৪, ২৩৪), রিকি পন্টিং (১৩, ৭০৪), সনথ জয়সূর্য (১৩, ৪৩০)। 


৫০ ওভারের ফরম্যাটে বিরাটের শতরানের সংখ্যা ৪৬। আসন্ন সিরিজে আর তিনটি শতরান করলেই, 'গড অফ ক্রিকেট'-কে ছুঁয়ে ফেলবেন তিনি। সচিন ৪৬৩টি একদিনের ম্যাচে ৪৯টি শতরান করেছিলেন। 



আরও পড়ুন: IPL 2023: ছবিতে দেখুন ক্রোড়পতি লিগের ইতিহাসে সেরা ১০ ব্যাটারের তালিকা


আরও পড়ুন: IPL 2023, রূপে-গুণে নায়িকাদেরও মানাবেন হার, আইপিএলের এই অ্যাঙ্কাররা চোখের আরাম..


এমনকি ঘরের মাঠে সবচেয়ে বেশি রান সংগ্রাহকদের তালিকায়তেও উঠে আসতে পারেন বিরাট। এখানেও শীর্ষে রয়েছেন সচিন। ১৬৪টি ম্যাচে তাঁর রান ৬৯৭৬। পন্টিং ১৫৩টি ম্যাচে ৫৪০৬। বিরাট এই মুহূর্তে ১০৭টি ম্যাচে ৫৩৫৮ রান করে তিনে রয়েছেন। সচিনের থেকে ১৬১৮ রানে পিছিয়ে থাকলেও, পন্টিং ভারতের প্রাক্তন অধিনায়কের থেকে মাত্র ৪৮ রানে এগিয়ে রয়েছেন।  


আগামী তিন ম্যাচে আরও একটি নজির গড়ার অপেক্ষায় রয়েছেন বিরাট। রোহিত ও বিরাট দু'জনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আটটি শতরান করেছেন। সেখানে অজিদের বিরুদ্ধে ন'টি শতরান করেছেন। আসন্ন সিরিজে বিরাট দুটি শতরান করতে পারলেই সচিনকে টপকে যাবেন। 


গত জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৩ ও অপরাজিত ১৬৬ রানের ইনিংসে খেলেছিলেন বিরাট। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত তিনটি একদিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে বড় (৮, ১১, ৩৬) রান আসেনি। এহেন বিরাট অজিদের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে বড় রান করতে পারেন কিনা সেটাই দেখার। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)